X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বাসে আগুন, চালক আটক

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১১:০০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১১:০০

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীপুর (মাওনা) ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ঘটনায় পুলিশ বাসের চালক শামীমকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক শামীম গাজীপুরের কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার আব্দুর রশিদের ছেলে।

শ্রীপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে কলোনির কাছে সোমবার রাত ২টার দিকে পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীদের নিয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে পুড়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে সিলিন্ডার থেকে নির্গত গ্যাস থেকে বাসে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর এলাকা থেকে বাসটি গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকার জিএম গার্মেন্টসে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। চালক বাসেই রাতযাপন করেন। সকালে যাত্রী পরিবহন করেন। সোমবার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে রাজেন্দ্রপুরে বাসটি থামিয়ে চালক ঘুমাতে যাওয়ার আগে স্থানীয় একটি দোকান থেকে কয়েল আনতে যান। পরে রাত পৌনে ২টার দিকে গিয়ে বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেন। ঘটনা উদঘাটনে চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা