X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসা ঠিকই ছিল, তারপরও মারা গেলেন রোগী!

রাঙামাটি প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১২:০৪আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৫:৪১

রাঙামাটি রাঙামাটিতে ভুল চিকিৎসায় জেনি আক্তার (২৫) নামে এক গর্ভবতীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে এ অভিযোগ অস্বীকার করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা ঠিকই ছিল, তারপরও মারা গেলেন রোগী। এর কারণ তারা জানেন না।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাঙামাটি মা ও শিশু কল্যাণকেন্দ্রে এই ঘটনা ঘটে।

জেনির স্বামী সেলিম বলেন, ‘সবকিছুই স্বাভাবিক ছিল। আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নেওয়ার ঘণ্টাখানেক পর চিকিৎসক জানায়, রোগীর অবস্থা ভালো না। তাকে দ্রুত চট্টগ্রামে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে নিয়ে যাওয়ার আগেই খিঁচুনি শুরু হয়। এরপর সে মারা যায়।’

তার অভিযোগ, ‘একজন সুস্থ রোগী কিভাবে এত অল্প সময়ের মধ্যে মারা গেল? ভুল চিকিৎসার কারণেই এমন হয়েছে।’

রাঙামাটি মা ও শিশু কল্যাণকেন্দ্রের অ্যানেসথেসিয়ান বেবী ত্রিপুরা বলেন, ‘অ্যানেসথেসিয়া যে পরিমাণে দেওয়া হয় তা-ই রোগীকে দেওয়া হয়েছে। যেসব ওষুধ যতটুকু দেওয়া প্রয়োজন তা দেওয়া হয়। আমি জানি না কেন রোগীর এই অবস্থা হলো। গত ১৯ বছর ধরেই তো আমরা কাজ করছি। তাই এখানে ভুল হওয়ার প্রশ্নই আসে না।’

 মা ও শিশু কল্যাণকেন্দ্রের মেডিক্যাল অফিসার লেলিন চাকমা বলেন, ‘অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেসথেসিয়ান তার ট্রিটমেন্ট দেন। এরপর রোগীর ব্লাড প্রেসার কমে যায়। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে গেছি। চিকিৎসায় কোনও অবহেলা কিংবা ভুল ছিল না। কিন্তু এরপরও রোগীকে কেন বাঁচানো গেল না তা বুঝতে পারছি না।

 

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা