X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির ভিসিকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৭:৩২

হাবিপ্রবিতে মানববন্ধন (ছবি- প্রতিনিধি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ড. আবুল কাসেমকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে হাবিপ্রবির ব্যানারে ভিসি সমর্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন মিজানুর রহমান, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন ডা. ফজলুল হক, ড. শাহাদৎ হোসেন খান প্রমুখ।

এদিকে, শিক্ষকদের ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। এতে প্রক্টর, সহকারী প্রক্টরসহ ১৫ জনের নাম করে মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।

হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায় জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে আলোচনার পর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, হাবিপ্রবির ভর্তি পরীক্ষার অনিয়ম-দুর্নীতি নিয়ে ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক ডা. এসএম হারুন উর রশিদ। এই ঘটনায় সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডা. এসএম হারুন উর রশিদকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও পরামর্শ বিভাগের পরিচালক পদ থেকে অপসারণ করে ওই পদে প্রফেসর ড. শাহাদৎ হোসেন খানকে দায়িত্ব দেয়। এ ঘটনার পর পরই বিকাল সাড়ে ৪টা থেকে উপাচার্যের কক্ষের মেঝেতে বসে ধর্মঘট শুরু করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা। এ কর্মসূচি চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্য ড. আবুল কাসেমের সমর্থক একদল শিক্ষার্থী তার কক্ষে প্রবেশ করে। পরে তারা জয় বাংলা শ্লোগান দিয়ে অবরুদ্ধ উপাচার্যকে বের করে নিয়ে যায়। এসময় উপাচার্যের সমর্থকরা আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। এতে ৯ শিক্ষক আহত হন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী