X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফের পেঁয়াজের দাম বেড়েছে

হিলি প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৮:০২আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:০৩

হিলিতে পেঁয়াজের আমদানি কমেছে (ছবি: প্রতিনিধি) কয়েকদিন কমার পর ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারতে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করলেও উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কম। একারণে ভারতের বাজারেও পেঁয়াজের দাম বাড়তির দিকে। ফলে ভারত থেকে পেঁয়াজ আসা কমে যাওয়ায় দেশের বাজারেও দাম বাড়ছে। ১০ দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১১ টাকা পর্যন্ত বেড়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে আগে ৪০ থেকে ৪৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দিনে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আসছিল। পরে ভারতে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করলে আবারও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি ৩০ থেকে ৩৫ ট্রাকে গিয়ে দাঁড়ায়। বর্তমানে আবারও সরবরাহ কমে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সরেজমিনে হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি ৪৮ টাকা এবং সাউথের পেঁয়াজ ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দশদিন আগেও এসব জাতের পেঁয়াজ ৩৭ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। দশ দিন আগে এসব জাতের কিছুটা নিম্নমানের পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তবে বাজারে কোনও দেশি জাতের পেঁয়াজ পাওয়া যায়নি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় পেঁয়াজের সরবরাহ খানিকটা বেড়ে গিয়েছিল। ফলে পেঁয়াজের দামও খানিকটা কমে গিয়েছিল এবং পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে দেশের বাজারেও পেঁয়াজের দাম খানিকটা কমতে শুরু করেছিল। তবে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজের ফলন কম হওয়ায় সেখানকার বাজাগুলোতেই সরবরাহ খানিকটা কমে গেছে। তার ওপর ভারতের দক্ষিণাঞ্চলের পুরনো যে পেঁয়াজ আরও এক থেকে দেড় মাস বাজারে থাকার কথা ছিল, সেটারও সরবরাহ শেষ হয়ে গেছে। এর ফলে ভারতের বাজারেই পেঁয়াজের সরবরাহ খানিকটা কমে গেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশে আমদানির পরিমাণও কমে গেছে।

বর্তমানে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি (ট্রাকসেল) ৪৮ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দশ দিন আগেও এসব জাতের পেঁয়াজ ৩৭ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া বাজারে দেশি জাতের পেঁয়াজের সরবরাহ কম থাকায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদাও বেড়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!