X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে আইসিটি মামলায় সাংবাদিকের জামিন নামঞ্জুর

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

৫৭ ধারা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় গ্রেফতার হওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিক আনিছুর রহমান আনিসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এএইচএম ইলিয়াস হোসাইন এ জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আহসান হাবীব নীলু বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আনিছুর রহমানের পক্ষে আদালতে জামিনের আবেদন করেন আইনজীবী এনামুল হক চৌধুরী চাঁদ। শুনানি শেষে আদালত আনিসের জামিন নামঞ্জুর করেন।

আইনজীবী আহসান হাবীব নীলু আরও জানান, বর্তমানে আনিস কারাগারে রয়েছেন। এখনও মূল অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার পূত্র সুমন মিয়া (২৪) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি পোস্ট দেন। তাৎক্ষণিকভাবে পোস্টটির স্ক্রিনশট নিয়ে সাংবাদিক আনিস ইউনিয়ন যুবলীগ নেতা শাহ কামালকে ব্যবস্থা নিতে বলেন এবং পেশাগত কাজের প্রয়োজনে ছবিটি সংগ্রহ করেন। এরপর শাহ কামাল ৮ সেপ্টেম্বর রৌমারী থানায় সুমন মিয়াকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেন। সেখানে একমাত্র আসামি করা হয় সুমনকে। দীর্ঘদিনেও পুলিশ তা আমলে নেয়নি। পরে পুলিশ এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে মামলা করতে সাংবাদিক আনিছুর রহমানকে চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় ঘটনার দুই মাস সাত দিন পর ৩১ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন/১৩) এর ৫৭ (২) ধারায় আনিসকে ২নং আসামি করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেফতারও করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধপথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার