X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশ ও জাতিকে রক্ষায় নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিন: ড. মঈন খান

যশোর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ২০:৩১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:৩২





যশোরে ড. মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘অগণতান্ত্রিক সরকারের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষায় নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিন।’ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোর নগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি।

ড. আব্দুল  মঈন খান বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে এগিয়ে নিতে চেয়েছিলেন। দেশের মানুষকে এক কাতারে আনার চেষ্টা করেছিলেন। রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এজন্য দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে তাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়। বর্তমান সরকারও ভীত হয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।’

তিনি আরও বলেন, ‘ফখরুদ্দিন-মঈন উদ্দিনের কাছে দস্তখত দিয়ে আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসে। সে নির্বাচন ছিল পাতানো ও ষড়যন্ত্রমূলক। যে কারণে বিএনপি ৩০ আসন পায়। ফখরুদ্দিন-মঈন উদ্দিনের কথায় সাড়া দিলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেত। কিন্তু বেগম জিয়া সে অনৈতিক প্রস্তাবে সাড়া দেননি। কারণ তার কাছে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ বড় ছিল।’ বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সংসদে ১৫৪ জন সংসদ সদস্যই অনির্বাচিত। জনগণ ভোট দেওয়ারই সুযোগ পায়নি। ওই নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ফলে বিনাভোটের এই এমপিদের দিয়ে আইন তৈরি করে তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না।’
ড. মঈন খান বলেন, ‘সরকার দেশের জনগণকে ভয় পায়। এজন্য কোথাও তাদের একত্রিত হতে দেওয়া হয় না। পুলিশ দিয়ে বিএনপির কর্মসূচি বানচাল করা হয়। সাহস থাকলে পুলিশ ছাড়া রাজপথে নামেন। প্রমাণ করুন কাদের ক্ষমতা বেশি।’

তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া