X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে আ.লীগ: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৭:২৯আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৭:৩৪

খুলনায় বিএনপির আলোচনা সভা আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা না করতে কথিত বোদ্ধামহলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা, আপনারা সেই চিন্তা করুন। ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে।’ আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এত অপকর্ম করেছেন, এত অপরাধ করেছেন যে, ক্ষমতায় না থাকলে রেহাই পাবেন না। এমনকি বিদেশে যাওয়াও পথ খোলা থাকবে না।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গয়েশ্বর রায় বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেও তাদেরকে দেশ ছাড়তে হবে না। তবে তাদের শাসনামলে তারা যত লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, অপরাধ করেছেন— তার জন্য তাদের আদালতে যেতে হতে পারে।’
গয়েশ্বর রায় আরও বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের জন্ম হলেও আজ তারা সে আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। শেখ হাসিনা ও গণতন্ত্র এখন সাংঘর্ষিক। তার হাতে গণতন্ত্র হত্যা হয়, গণতন্ত্র গুম হয়ে যায়। তাদের এই চরিত্রের কথা জনগণ জানে। এ জন্য তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায় দেশের বিচার ব্যবস্থা সংকটকাল অতিক্রম করছে বলে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। আগামীতে খালেদা জিয়াকে ছাড়া এবং শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না বলেও দাবি করেন তিনি। গয়েশ্বর বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহে আদালতে যেতে হয়— এটি লজ্জাজনক ব্যাপার। সাজানো-পাতানো বিচার ব্যবস্থায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হবে, নির্বাচনে অযোগ্য করা হবে— তা এ দেশে হতে দেওয়া যাবে না।’ রাজনীতিবিদদের বিচার জনগণের আদালতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও অনিন্দ্য ইসলাম অমিত। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিমসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
সভার শুরুতে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়।
আরও পড়ুন-
‘আমার ছেলেরে বাঁচান’
ঘোড়ামারা আজিজসহ ছয় জনের মৃত্যুদণ্ডের রায়ে সুন্দরগঞ্জে আনন্দ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা