X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গৌরনদীতে বিএনপির ৬০ নেতাকর্মীর জামিন

বরিশাল প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৯:১৪আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:২৬

বরিশাল বরিশালের গৌরনদীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬০ নেতাকর্মী গ্রেফতারের ৪৮ ঘণ্টা পর জামিন পেয়েছেন। বুধবার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মনিরুল জানান, গ্রেফতার বিএনপি নেতাকর্মীরা জামিনের জন্য আবেদন করলে বুধবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক শিহাবুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (২০ নভেম্বর) গৌরনদীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হামলার ঘটনায় এই ৬০ জনকে আটক করে পুলিশ। পরে ওই রাতেই দায়ের করা এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গৌরনদী পৌর ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ওই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের স্থান ছিল দক্ষিণ পালরদীতে পৌর ছাত্রদলের আহ্বায়ক এম মাহফুজ মোল্লার বাড়ি।
স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, বিকাল ৫টার দিকে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে ওই অনুষ্ঠানে হামলা চালায়। এসময় তারা পাঁচটি মোটরসাইকেল ছাড়াও ঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় সাংবাদিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করে তারা।
হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৬০ নেতাকর্মীকে আটক করে। ওই রাতেই গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন আটক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বিএনপির আটক ৬০ নেতাকর্মীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ