X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজীব গান্ধীসহ দুই জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২০:২৩আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:২৯

রাজীব গান্ধীসহ দুই জঙ্গিকে বুধবার আদালতে হাজির করা হয় কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মামলায় জেএমবির রাজীব গান্ধীসহ দুই জঙ্গির বিরুদ্ধে বুধবার (২২ নভেম্বর) অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তাদের পক্ষে কোনও আইনজীবী না থাকায় শুনানি একদিনের জন্য মুলতবি করা হয়।

এদিন দুপুরে কড়া পুলিশি পাহারায় মামলার প্রধান আসামি জঙ্গিগোষ্ঠী জেএমবির অন্যতম সদস্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানীকে আদালতে হাজির করা হয়। রাজিব গান্ধী রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠে হামলাচেষ্টা মামলারও আসামি।

কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইনের আদালতে অভিযোগ শুনানির জন্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানীকে হাজির করা হলে তারা তাদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করে। পরে আদালত একদিনের জন্য মুলতবি করে আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।

কুড়িগ্রামের পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, বিস্ফোরক দ্রব্যের মামলায় জেএমবি সদস্য রাজিব গান্ধী ও গোলাম রব্বানীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আসামিদের পক্ষে কোনও আইনজীবী না থাকায়  তারা আইনজীবী নিয়োগ করবে এই মর্মে আদালত মুলতবি করেছেন। তাদের আইনজীবী নিয়োগের সুযোগ দিয়ে বৃহস্পতিবার মামলাটির ফের শুনানি হবে। 

২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়ালপাড়া এলাকায় সকালে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এসময় হত্যাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

মামলায় ৭ আসামির মধ্যে চারজন ইতোপূর্বে হলি আর্টিজান, শোলাকিয়া, নান্দাইল ও রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এক আসামি এখনও পলাতক রয়েছে।

আটক জেএমবি সদস্য রাজীব গান্ধী গাইবান্ধার সাঘাটার ভুতমারা বোনারপাড়া গ্রামের ওসমান মোল্ল্যার ছেলে এবং গোলাম রব্বানী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক নাককাটির একতীরের আড়া গ্রামের নূর হোসেন ব্যাপারীর ছেলে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!