X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে ভুয়া এএসআই আটক

রাজবাড়ী প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২১:২৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২১:৩১

রাজবাড়ী রাজবাড়ীতে পুলিশের এএসআই পরিচয় দিয়ে হয়রানি ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাখাওয়াত হোসেন সোহান (২৩) নামের এক তরুণকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।

বুধবার সকালে রাজবাড়ী বাজার থেকে তাকে আটক করে স্থানীয়রা। সে শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের নুরু হোসেনের ছেলে।

বাজারের ডিউক এন্টারপ্রাইজ নামের একটি দোকানের মালিক রইচ উদ্দিন ডিউক জানান, বেশ কিছুদিন ধরে তার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে নাম-ঠিকানা গোপন রেখে এক ব্যক্তি দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এ টাকা না দিলে সে তাকে হত্যার হুমকিও দেয়। তিনি আরও জানান, আটক  সোহান তার পূর্বপরিচিত এবং তিনি তাকে ভাগ্নে বলে সম্বোধন করতেন। সোহান তাকে আগেই জানিয়েছিল সে পুলিশের এএসআই পদে চাকরি করে। সে তার নিজ নামে বাংলাদেশ পুলিশের এএসআই এর একটি ভিজিডিং কার্ডও দেখায়। যে কারণে তিনি সোহানের কাছে ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে সোহান বিষয়টি দেখবে বলে জানায়।

এর দু’একদিন পর সোহান তাকে জানায়,রাজবাড়ী থানার একজন এএসআইকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ১০ হাজার টাকা দিতে হবে। এতে তিনি শেষ পর্যন্ত সোহানকে দুই হাজার টাকা দেন। গত সোমবার সন্ধ্যায় সোহান তার দোকানে এসে জানায়, দোকানের ম্যানেজারের মোটরসাইকেলের হেলমেটে হেরোইন রাখা আছে। পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। ওই হেলমেট তল্লাশি করে হেরোইন পাওয়া গেলে সন্দেহ হয় রইচ উদ্দিনের। পরে তিনি দোকানের সামনে থাকা সিসি ক্যামেরা চেক করে দেখেন ওইদিন সকালে সোহান ওই হেলমেটটি নাড়াচাড়া করেছে। এতে তিনি খোঁজ নিয়ে দেখেন, সোহান এএসআই  নয়, সে ভুয়া পরিচয় দিয়েছিল।

তখন তিনি নিশ্চিত হোন, সোহানই তার কাছে মেসেজের মাধ্যমে চাঁদা দাবি করতো। এ ঘটনার পর বুধবার সকালে স্থানীয়দের সহযোগিতায় তিনি তার দোকানের সামনে থেকে সোহানকে আটক করে পুলিশের হাতে তাকে তুলে দেন।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, অভিযুক্ত সোহান পুলিশে চাকরি করে না। তারপরও তার কাছ থেকে পুলিশের ভিজিটি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও হয়রারি করতো। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি