X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে প্রক্টর লাঞ্ছিত, আটক ২

রাবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২১:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২১:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে একটি দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক ও তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন– ‘ক্যাম্পাস ফুড কর্নার’ নামের দোকানের মালিক নিজাম উদ্দিম আলম ও তার ছোট ভাই মোহন উদ্দিন মুন্না।

জানা গেছে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে কয়েকজন সহকারী প্রক্টর ও এস্টেট দফতরের পরিচালক মো. জাহিদ আলী ক্যাম্পাসে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। তারা পরিবহন মার্কেটে ‘ক্যাম্পাস ফুড কর্নার’ নামের একটি দোকানের মালিক নিজাম উদ্দীন আলমকে দোকানের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে বলেন। এতে দোকানি আলম ও তার ভাই মোহন উদ্দীন মুন্না প্রক্টরদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে সহকারী প্রক্টররা এগিয়ে গেলে আলম  সহকারী প্রক্টর মো. হাবিবুর রহমানকে ধাক্কা দেন। প্রক্টরদের সঙ্গে দুর্ব্যবহার করায় শিক্ষার্থীরা আলম ও মুন্নাকে মারধর ও দোকানের চেয়ার-টেবিল, আসবাবপত্র ভাঙচুর করে। পরে মতিহার থানা পুলিশ আলম ও মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে অপকর্মের অভিযোগে আলমের দোকানে তালা লাগিয়ে দিয়েছিল। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতাদের তদবিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফের তার দোকান খুলে দেয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,‘আলম দোকানের সামনে একটি বড় অংশ অবৈধভাবে দখল করেছিল। এতে শিক্ষার্থীদের চলাফেরায় সমস্যা হচ্ছিল।  দোকানের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে বললে সে দুর্ব্যবহার ও গালিগালাজ শুরু করে। তাকে পুলিশে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আলমের অপরাধ জগতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সে দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করে বলেও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আটকদের থানায় নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!