X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

১৫ বছর পর চালু হচ্ছে রাজশাহী রেশম কারখানা

রাজশাহী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ০২:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০৬:১৮

১৫ বছর বন্ধ থাকা রাজশাহীর রেশম কারখানা

রাজশাহী রেশম কারখানার লুমগুলো সর্বশেষ চলেছিল ২০০২ সালের ৩০ নভেম্বর। এরপর কারখানা বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। তাই সেদিনের পর আর কখনও লুমের চাকা ঘোরেনি। দীর্ঘ ১৫ বছর পর সেই লুমের চাকা ঘোরালেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রেশম কারখানা আবারও চালু করতে বুধবার (২২ নভেম্বর) লুমটি পরীক্ষা করে দেখেন তিনি।

খুব শিগগিরই কারখানার লুমগুলো ঠিক করে রেশম উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। লুমের চাকা ঘোরানোর সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

১৫ বছর বন্ধ থাকা রাজশাহীর রেশম কারখানা

রাজশাহী রেশম বোর্ডের সদস্য কামাল উদ্দিন জানান, আগামী দেড় মাসের ভেতর কারখানার অন্তত পাঁচটি লুম চালু করা হবে। এরপরই উৎপাদনে যাবে রেশম কারখানা। পর্যায়ক্রমে কারখানার সব লুমই চালু করা হবে। রেশমের হারানো ঐতিহ্য আবারও রাজশাহীতে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

কামাল উদ্দিন আরও বলেন, ‘বন্ধ করার আগে কারখানাটিতে ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। বন্ধের পর সব শ্রমিক বেকার হয়ে পড়েন। তাদের মধ্যে যারা এখনও কাজ করতে পারবেন, তাদের কারখানায় কাজের সুযোগ দেওয়া হবে। লুমগুলো চালুর সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে এসব কর্মীদের ডাকা হবে।’

১৫ বছর বন্ধ থাকা রাজশাহীর রেশম কারখানা

জানা গেছে, বন্ধ ঘোষণার সময় রেশম কারখানায় মোট ৬৩টি লুম ছিল। এর মধ্যে উৎপাদন চলতো পুরনো ৩৫টি লুমে। নতুন ২৮টি লুম চালুর আগেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের আগে কারখানাটি বছরে এক লাখ ছয় হাজার মিটার রেশম কাপড় উৎপাদন করতো। এখন ৬৩টি লুম চালু হলে বছরে দুই লাখ ৮৭ হাজার মিটার কাপড় উৎপাদন হবে।

গত শনিবার রেশম কারখানা পরিদর্শনে গিয়ে ফজলে হোসেন বাদশা লুমগুলো চালুর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। এরপর পুরাতন লুমগুলো মেরামতের কাজ শুরু ও একটি লুম চালানোর উপযোগী করা হয়। বুধবার দুপুরে সেই লুমটি চালু করে পরীক্ষা করা হয়।

১৫ বছর বন্ধ থাকা রাজশাহীর রেশম কারখানা

এদিকে, কারখানা বন্ধ ঘোষণার আগে প্রধান মেকানিকের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম টুটুলকে ফিরিয়ে আনা হয়েছে লুমগুলো মেরামত করার জন্য। তিনি জানান, ২৪ বছর প্রধান মেকানিক হিসেবে রাজশাহী রেশম কারখানায় চাকরি করেছেন। কারখানা বন্ধের পর অন্য পেশায় চলে গিয়েছিলেন। ডেকে আনার পর তিনিই এখন লুমগুলো মেরামতের কাজ করছেন।

লুমগুলোর অবস্থা সম্পর্কে আশরাফুল বলেন, ‘অব্যবহৃত নতুন লুমগুলো তিনি কখনও চালাইনি। তবে আগের সবগুলো লুম চালিয়েছি। লুমগুলো এখন অকেজো। শুধু একটি লুম চালুর উপযোগী করা হয়েছে।’ বাকিগুলোও স্বল্প সময়ের মধ্যে মেরামত করে করা হবে বলেও জানিয়েছেন তিনি।

১৫ বছর বন্ধ থাকা রাজশাহীর রেশম কারখানা

মেরামত করা লুমটি চালু করে দেখার পর রাজশাহী রেশম বোর্ডের সদস্য ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘পুরাতন লুমগুলো নতুন লুমগুলোর চেয়ে ১০ থেকে ১৫ গুণ ভাল। আমরা পুরনো লুমগুলোতেই খুব ভালমানের রেশম কাপড় উৎপাদন করতে পারবো।’

ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘তুঁত চাষের উন্নয়নে ভারত থেকে ৩০ কোটি টাকা অনুদান পাওয়া গেছে। সরকার আরও দুই কোটি টাকা দেবে। রেশম শিল্পকে এগিয়ে নিতে এই টাকা তুঁত চাষিদের ঋণ দেওয়া হবে।’

রেশম বোর্ডের সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেন, ‘কারখানার লুমগুলোর অবস্থা ভাল। খুব স্বল্প সময়ের মধ্যেই একটি চালু করা গেছে। বাকিগুলোও চালু করা সম্ভব। রাজশাহীকে আমরা ‘‘সিল্ক হাব’’ হিসেবে পরিচিত করতে চেষ্টা করে যাচ্ছি। এর অংশ হিসেবেই রেশম কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় এই রেশম কারখানা। মূলধন না থাকার কারণ দেখিয়ে ২০০২ সালে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা