X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আ. লীগ নেত্রীর খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এমপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:২১

নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারের খুনিদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে স্থানীয় ঈদগাহ মাঠে নিহতের জানাজা শেষে তিনি পুলিশকে এ নির্দেশনা দেন।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহত স্বপ্না আক্তারকে নিজ এলাকা চারপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান,  অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশ কর্মকর্তারা এ সময় এলাকার অনেকের সঙ্গেই কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। 







ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ অন্যদিকে, স্বপ্না আক্তারের মৃত্যুতে নবীনগর উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শিব শংকর দাস জানান, শোক কর্মসূচির মধ্যে রয়েছে, কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও সব ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধ।

প্রসঙ্গত, বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের দশমৌজা বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। বাড়ির কাছে জিনদপুর চারপাড়া সড়কের মাঝামাঝি স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে খুব কাছ থেকে স্বপ্নাকে গুলি করে পালিয়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গভীর রাতে নিহতের ছোট ভাই আমীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। 
মামলায় উল্লেখ করা হয়, বাঙ্গরা উত্তরপাড়ার নাছির মিয়ার ছেলে আপন, ইসলাম মিয়ার ছেলে বিল্লাল হোসেন, আবুল কাসেমের ছেলে নাহিদ, মেরকুটা গ্রামের যুবলীগ নেতা আলমগীর, চারপাড়ার ধন মিয়ার ছেলে সাঈদ, সিরাজ আলীর ছেলে নাজিম উদ্দিন ও হারুয়ার জাহাঙ্গীর খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। মামলার অভিযোগে বলা হয়, স্বপ্না আক্তার আওয়ামী লীগের রাজনীতি করায় দলীয় ও স্থানীয় বিভিন্ন বিষয়ে উল্লেখিতদের সঙ্গে মতবিরোধ চলছিল। ওই মতবিরোধের কারণেই তার বোন খুন হয়ে থাকতে পারে।

এদিকে, জাহাঙ্গীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাহাঙ্গীরের সিএনজিচালিত অটোরিকশায় প্রায়ই যাতায়াত করতেন স্বপ্না আক্তার। তবে তার কাছ থেকে তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার।

আরও পড়ুন:

নবীনগরে মহিলা আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

নবীনগরে আ. লীগ নেত্রীকে হত্যার ঘটনায় মামলা, আটক এক

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা