X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ২০:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২০:১০

বগুড়া বগুড়া শহরের তিনটি ক্লিনিক, একটি ওষুধের দোকান ও একটি বেকারিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। বিএসটিআই বগুড়া কার্যালয়ের পরিদর্শক জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জুলফিকার আলী  জানান, শহরের ভাইপাগলা মাজার লেনে আস্থা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ ও এক্সরে কক্ষ অরক্ষিত থাকায় মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। রহমাননগর এলাকায় সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার স্থাপনসহ নানা অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কানুচগাড়ি এলাকায় শুভেচ্ছা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করায় ৫ লাখ টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহার করায় সেটি সিলগালা করে দেওয়া হয়। একই এলাকায় নিউ ফাতেমা ওষুধ ঘর অনুমোদন ছাড়া স্থাপন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, এছাড়া শহরতলির বিসিক শিল্পনগরী এলাকায় আকবরিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ১৭টি পণ্য প্রস্তুত করায় ৩ লাখ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ২০ হাজার টাকা ও শ্রমিকদের মানসম্মত পোশাক না থাকায় ৮০ হাজার টাকাসহ মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে র‌্যাব বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোরশেদ হাসান, বিএসটিআই রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার দেবব্রত বিশ্বাস, বগুড়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর শাহ্ আলী, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়