X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্পেশাল জজ আদালতের বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যশোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ২৩:২৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২৩:৩৭

যশোর

যশোর থেকে সদ্য বদলি হওয়া স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে একটি অভিযোগ দেওয়া হয়েছে (পিটিশন নম্বর : স্পেশাল ১৩১৭)। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শহরের বেজপড়ার মৃত মাদার চন্দ্র বৈরাগীর ছেলে আইনজীবী সহকারী নির্মল কান্তি বৈরাগী এ অভিযোগ দিয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো.আমিনুল ইসলাম আগামী ২৮ নভেম্বর অভিযোগ গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী মাহামুদ হাসান বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার আমরা জানতে পেরেছি, অভিযুক্ত বিচারক পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বদলি হয়েছেন।’

আদালতে দেওয়া অভিযোগে নির্মল কান্তি বৈরাগীর উল্লেখ করেছেন, ১৯৮৭ সাল থেকে তিনি যশোরে আইনজীবী সহকারী হিসেবে কাজ করেন। ১৯৯২ সালে বিচারক নিতাই চন্দ্র সাহা দেওয়ানি আদালতে কর্মরত থাকা অবস্থায় তার সঙ্গে পরিচয় হয়। দীর্ঘদিন পরে নিতাই চন্দ্র সাহা আবারও স্পেশাল জজ আদালতের বিচারক হয়ে যশোর ফিরে আসেন। তারপর নিতাই চন্দ্র সাহা তাকে ডেকে নেন এবং মামলার ব্যাপারে যোগাযোগ করলে ফল পাওয়া যাবে বলেও জানিয়েছিলেন বলে দাবি করেছেন অভিযোগকারী নির্মল কান্তি বৈরাগী।  

এরপর নির্মল এসসি ৮৭/৯৮ মামলার তদবিরকারী ও আসামিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। মামলায় প্রত্যাশিত ফল পেতে আসামিপক্ষের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তিও করেন। তাদের কাছ থেকে এ টাকা দুই দফায় সংগ্রহ করে নিতাই চন্দ্র সাহাকে দিয়েছেন বলেও দাবি করেছেন অভিযোগকারী নির্মল।

কিন্তু নিতাই চন্দ্র সাহা এ টাকা নেওয়ার পর আরও ১০ লাখ টাকা দাবি করেন। বাকি ১০ লাখ টাকা না দেওয়ায় মামলার রায়ে আসামিদের যাবজ্জীবন সাজা দেন।

কাজ না হওয়ায় পরে টাকা ফেরত চান আসামিপক্ষের লোকজন। তাদের টাকা ফেরত দেওয়ার জন্য নিতাই চন্দ্র সাহাকে বারবার বললেও তিনি টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন। পরে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আদালতে অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন নির্মল কান্তি বৈরাগী। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা