X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

রসিক নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থী বাবলা ঋণখেলাপি, দাবি সোনালী ব্যাংকের

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৪

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কাছে এ আবেদন করা হয়।

বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। কাজী হাসান আহাম্মেদ জানান, মনোনয়নপত্র বাতিলের এ আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে।

তিনি আরও জানান, এর আগে ২৬ নভেম্বর রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে বাবলার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করে সোনালী ব্যাংক। তবে অভিযোগের ব্যাপারে তারা ওই দিন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এদিকে, বাবলার আইনজীবী তরিকুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে রিটার্নিং অফিসারকে জানান, এ অভিযোগ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ জানান, আজ (২৮ নভেম্বর) হাইকোর্টের আদেশসহ অন্যান্য কাগজপত্র নিয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তার কাছে বিএনপি প্রার্থী বাবলার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছে।

বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ২৬ নভেম্বর ৬ স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও ১৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। এর মধ্যে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কাওছার জামান বাবলা ও ১০ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তার কাছে আপিল করেছেন।

উল্লেখ্য, রসিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২২ নভেম্বর। ওই দিন পর্যন্ত মেয়র পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব