X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ফাদার রোজারিও অপহৃত হননি, স্বেচ্ছায় চলে গিয়েছিলেন’

নাটোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৭, ১৯:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৯:২০

উইলিয়াম ওয়াল্টার রোজারিওকে নাটোরে আনা হয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লির সহকারী ফাদার উইলিয়াম ওয়াল্টার রোজারিও অপহৃত হননি, তিনি মানসিক বিভ্রান্তি থেকে স্বেচ্ছায় সিলেট চলে গিয়েছিলেন! নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এই দাবি করেছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলা ডিবি পুলিশের ওসি আব্দুল হাই ও বড়াইগ্রাম সার্কেল এএসপি হারুনার রশিদ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে উইলিয়াম ওয়াল্টার রোজারিওকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে ডিবি পুলিশের একটি দল। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘গত ২৭ নভেম্বর সোমবার বিকালে উইলিয়াম ওয়াল্টার রোজারিও নিখোঁজ হন। এর সূত্র ধরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রাম থানায় জিডি দায়েরের পর জেলা পুলিশ ওয়াল্টারকে উদ্ধারে মাঠে নামে। এদিকে শুক্রবার বিকাল ৪টার দিকে ওয়াল্টার সিলেটের হানিফ পরিবহন বাসের একটি কাউন্টার থেকে বাড়িতে ফোন করেন। এই ফোনের সূত্র ধরে সিলেটের বর্তমান এসপি বাসুদেব বণিকের সঙ্গে যোগাযোগ করলে এর ৫-৬ মিনিটের মধ্যে সিলেট পুলিশ ওয়াল্টারকে নিজেদের হেফাজতে নেয়। এরপর আইজি’র নির্দেশনায় তাকে রাত ১২টায় ঢাকায় নেওয়া হয়। শনিবার বিকালে ঢাকা থেকে ওয়াল্টারকে নাটোরে নিয়ে আসা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) ওয়াল্টারকে কোর্টে সোপর্দ করা হবে।’ পরবর্তি সিদ্ধান্ত কোর্ট গ্রহণ করবেন বলে দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার দাবি করেন, ‘উদ্ধার উইলিয়াম ওয়াল্টার রোজারিও’র বক্তব্য এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি তিনি নিখোঁজ হননি। বরং তিনি তার মানসিক বিভ্রান্তি থেকে স্বেচ্ছায় নাটোর ত্যাগ করেছিলেন। তিনি তার নিজের মোটরসাইকেল চালিয়ে একরাত টাঙ্গাইলে, একরাত হবিগঞ্জে, একরাত সুনামগঞ্জে ও একরাত সিলেটে কাটিয়েছেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকার একটি হোটেলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। অপরদিকে তার ব্যবহৃত ফোনটিও উদ্ধার করা হয়েছে, তবে সিমটি উদ্ধার করা সম্ভব হয়নি।’ নাটোর পুলিশ সুপারের কার্যালয়

পুলিশ সুপার বলেন, ‘উইলিয়াম ওয়াল্টার রোজারিও নিজেই মোটরসাইকেল চালিয়ে গিয়েছেন এবং একাই গিয়েছেন। তিনি নিজেই বঙ্গবন্ধু সেতুর টোল পরিশোধ করছেন এমন ফুটেজও সংগ্রহ করা হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে বিপ্লব বিজয় তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, ‘সন্ত্রাসীরা উইলিয়াম ওয়াল্টার রোজারিওকে মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছিলো এবং তিনি কৌশলে পালিয়ে সিলেটের হানিফ কাউন্টারে গিয়েছেন বলে তার বড় ভাইকে যে কথা বলেছেন তার কোনও সত্যতা পাওয়া যায়নি। বরং তিনি স্বেচ্ছায় নাটোর ত্যাগ করেছেন। তবে তার কোনও নির্দিষ্ট লক্ষ্যস্থল ছিল না। সিলেট যাওয়ার পর তিনি নিজেই হানিফ কাউন্টারে গিয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন।’

পুলিশ সুপার জানান, ওয়াল্টারকে উদ্ধার করতে গিয়ে পুলিশের কাছে এ সংক্রান্ত অনেক তথ্য এসেছে। ওয়াল্টারও বেশ কিছু তথ্য দিয়েছেন। তবে পরবর্তী কাজের সুবিধার জন্য আপাতত সেই তথ্যগুলো প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ওয়াল্টার যে অপহৃত হননি এবং তিনি স্বেচ্ছায় গিয়েছেন তা প্রমাণিত।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি