X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কন্যা শিশুকে হত্যার অভিযোগে গ্রেফতার মা

রাজশাহী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ০২:২৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০২:৪৪

শিশু হত্যার অভিযোগে আটক মা

রাজশাহী মোহনপুর উপজেলায় এক মাস চার দিন বয়সের কন্যা শিশুকে হত্যার অভিযোগে মেঘনা বেগম (২২) নামের এক মাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে শিশুটির দাদা ও মেঘনা বেগমের শ্বশুর মফিজ উদ্দিন বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার (৪ ডিসেম্বর) রাতে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রাথমিক জিজ্ঞানাবাদে মেঘনা বেগম নিজের শিশু কন্যাকে হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন ওসি আবুল কাশেম। মা মেঘনা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ‘মেঘনা বলেছে, দ্বিতীয় কন্যা সন্তান জন্মের পর থেকে স্বামী হাবিবুর তার সঙ্গে খারাপ আচরণ করতো। রবিবার তাকে বাবার বাড়ি থেকে নিতে গিয়ে শুধু বড় মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় তার স্বামী। এ ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মেঘনা।’

ওসি এসএম আবুল কাশেম আজাদ আরও জানান, কন্যা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আসামি মেঘনা বেগমকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, মোহনপুর উপজেলা মৌগাছি ইউনিয়নের টেমা স্কুলপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে মেঘনা বেগম (২২)। তার সঙ্গে তিন বছর পূর্বে পার্শ্ববর্তী তানোর উপজেলার চান্দুরিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয়। তাদের একটি দুই বছরের মেয়ে রয়েছে। পরে গত ১ নভেম্বর মেঘনা তার বাবার বাড়িতে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়। গত ৩ ডিসেম্বর স্বামী হাবিবুর ও শ্বশুর মফিজ উদ্দিন মেঘনার বাবার বাড়ি গিয়ে স্ত্রী ও নবজাতকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া জন্য দিন ঠিক করেন এবং প্রথম মেয়েকে নিয়ে চলে যান। এরপর গত সোমবার ভোর আনুমানিক পাঁচটার দিকে ঘুমন্ত নবজাতক শিশুকে টয়লেটের ভাঙা প্যানের পানির মধ্যে ফেলে দেয় মেঘনা। কিছুক্ষণ পর মেয়েকে খুঁজে পাচ্ছে না বলে চিৎকার শুরু করে মেঘনা। তখন প্রতিবেশীরা বাড়ির পাশের ভাঙা টয়লেটের পানির মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায় শিশুটিকে। খবর পেয়ে নবজাতকের দাদা মফিজ ও বাবা হাবিবুর সেখানে যায়। তারা মোহনপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই শিশুর মা মেঘনা আটক করেন ও নবজাতকের লাশ উদ্ধার করে থানার নিয়ে যায়।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়