X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দুর্গা মন্দিরে পাঁচ প্রতিমা ভাঙচুর

বগুড়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:০৭

বগুড়ায় দুর্গা মন্দিরে পাঁচ প্রতিমা ভাঙচুর বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামের হিন্দুপাড়ায় সোমবার রাতে দুর্গা মন্দিরের পাঁচটি প্রতিমার মাথা ও হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, বশিকোড়া গ্রামের হিন্দুপাড়ায় ৩০ পরিবার বসবাস করেন। তারা দীর্ঘদিন ধরে দুর্গা মন্দিরে সব ধরনের পূজা করে আসছিলেন। প্রায় সাত মাস আগে ওই মন্দিরে বম্বা, রাধাকৃষ্ণ, নারায়ণের বাহক ও শিবসহ পাঁচটি প্রতিমা স্থাপন করেন। প্রতিদিন সেখানে হরি পূজা হচ্ছিল। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে মন্দির সংলগ্ন বাড়িতে বসবাসকারী গৃহবধূ ছবি রাণী পূর্জা-অর্চনা করেন। তিনি মঙ্গলবার সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখেন প্রতিমাগুলোর মাথা ও হাত নেই। ভাঙচুরের পর দুর্বৃত্তরা ভাঙা অংশ নিয়ে গেছে।

দুর্গা মন্দির কমিটির সভাপতি উৎপল চন্দ্র দাস জানান, তাদের সঙ্গে কারও কোনও বিরোধ নেই। রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। প্রায় পাঁচ বছর আগেও এই মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এদিকে মন্দিরে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পুলিশের আদমদীঘি সার্কেলের সিনিয়র এএসপি আলমগীর রহমান ও থানার ওসি (তদন্ত) কিরণ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!