X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর জীবনের কোনও নিরাপত্তা নেই’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০৪

এম হাসান রহমান বাঁধন (ছবি: সংগৃহীত) যুক্তরাষ্ট্রের কানসাসে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি এম হাসান রহমান বাঁধনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরা ৪নং সেক্টরের সরকারি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাঁধনের মরদেহ।

বাঁধনের বাবা মুজিবুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনের কোনও নিরাপত্তা নেই। তাহলে বিশ্বের কোন দেশে মানুষের নিরাপত্তা আছে?’

তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রক্রিয়া শেষে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় বাঁধনের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ছেলের মরদেহ তাদের হাতে এসে পৌঁছায়। এদিন বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের ভুঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে বাঁধনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় গাজীপুর মহানগরের তেলিপাড়া মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা হয়। পরে মাগরিবের নামাজের আগে উত্তরা ৪নং সেক্টরের সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি বলেন, ‘২০১১ সালের জুনে বাঁধন যুক্তরাষ্ট্রে যায়। এরপর আর দেশে আসেনি। কানসাসের উইচিটা বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সে। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সে যোগদানের উদ্দেশ্যে কিছুদিন আগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। অক্টোবরে সেখানে তার যোগদানের কথা ছিল। কিন্তু মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের কারণে চাকরিতে যোগ দিতে কিছুটা বিলম্ব হচ্ছিল।’

বাঁধনের মামা হুমায়ুন কবির বলেন, ‘যেহেতু বিদেশের ব্যাপার, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এ ব্যাপারে কিছু করতে পারিনি।’

বাঁধনের বাবা মজিবুর রহমান ঢাকার আবেদ হোল্ডিংস লিমিটেডের প্রকৌশলী। মা হাসানারা বেগম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রিন্সিপাল অফিসার। বাঁধন ছাড়াও মারজানা রহমান ভাবনা নামে তাদের একটি মেয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রাতে  যুক্তরাষ্ট্রের কানসাসে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান এম হাসান রহমান বাঁধন। উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের একটি গাড়িতে বাঁধনের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন:

‘অপেক্ষায় ছিলাম তোকে একটু ছুঁয়ে দেখবো বলে’ 

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস