X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বখাটেদের উৎপাতে চার বোনের লেখাপড়া বন্ধের পথে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১

ময়মনসিংহ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বখাটেদের উৎপাতে এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের চার বোনের লেখাপড়া বন্ধের পথে। বাড়ি থেকে বের হতেও পারছে না তারা। উপজেলার সহনহাটি ইউনিয়নের হতিয়র গ্রামের দেলোয়ার হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ওই এসএসসি পরীক্ষার্থীকে শারীরিক নির্যাতনসহ মোবাইল ফোনে আপত্তিকর ছবি তোলার অভিযোগও উঠেছে।

বাকি তিন বোনের মধ্যে একজন গৌরীপুরের একটি কলেজে উচ্চ মাধ্যমিক, একজন সপ্তম শ্রেণিতে ও আরেকজন তৃতীয় শ্রেণিতে পড়ছে। গত ২৯ নভেম্বর তাদের বাবা এই বিষয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটির বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই এলাকায় গিয়ে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না।’

নির্যাতিত মেয়েটি জানায়, দেলোয়ারের ভয়ে সে লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না। সহপাঠী শিক্ষার্থীরা কোচিংয়ে গিয়ে লেখাপড়া করছে। সে বখাটেদের ভয়ে বাড়ি থেকেই বের হতে পারছে না। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা অংশ নেওয়ার বিষয়েও সে শঙ্কিত।

নির্যাতনের শিকার মেয়েটির বাবা জানান,  প্রতিবেশী তারা মিয়ার নেশাগ্রস্ত ছেলে দেলোয়ার হোসেন (২৫) তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। গত ২৬ নভেম্বর পাসার বাজার এলাকায় ‘সমাধান ক্লাস কোচিং সেন্টার’ থেকে বাড়ি ফেরার পথে তার মেয়েকে দেলোয়ার ও তার সহযোগীরা সিএনজি অটোরিকশায় তুলে শাহগঞ্জ বাজার এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে নিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। বিয়েতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক নির্যাতন চালায় ও মোবাইলে আপত্তিকর ছবি তোলে। ওই বাড়ির লোকজন টের পেয়ে তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিলে দেলোয়ার সিএনজি অটোরিকশা করে মেয়েটিকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়।

তিনি আরও জানান, তিন দিন পর ২৯ নভেম্বর আবারও তার মেয়েকে উঠিয়ে নিতে দেলোয়ার ও তার সহযোগীরা বাড়িতে হামলা চালায়। ওই রাতেই গ্রামের লোকজনের পরামর্শে তিনি বাদী হয়ে গৌরীপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ গত ১ ডিসেম্বর বিষয়টি তদন্ত করতে আসে। কিন্তু বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্তও পুলিশ দেলোয়ারকে গ্রেফতার করতে পারেনি।

তিনি বলেন, ‘থানায় অভিযোগ দেওয়ার পর দেলোয়ার ও তার সহযোগীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা বাড়ির আশপাশে ঘোরাফেরা করে হুমকি দেওয়াসহ নানা ধরনের অশ্লীল মন্তব্য করেই চলেছে। বখাটে সন্ত্রাসীদের ভয়ে আমার চার মেয়ে এখন আর স্কুল-কলেজে যেতে পারছে না। সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির বার্ষিক পরীক্ষা চলছে। ওই মেয়েটিকে প্রতিদিন লোকজনসহ স্কুলে পাঠাতে হচ্ছে।’

এদিকে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর ওপর হামলার কথা শুনেছেন জানিয়ে তার স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘ফরম পূরণের পর থেকে মেয়েটি আর স্কুলে আসছে না।’

সহনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ‘বখাটেরা পথেঘাটে এসএসসি পরীক্ষার্থী মেয়েটিকে উত্ত্যক্ত করেছে বলে শুনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিলেই আর কোনও সমস্যা থাকবে না।’

এবিষয়ে জানতে দেলোয়ার ও তার বাবা তারা মিয়ার ফোনে কল করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

 

 

/এনআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া