X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিএনপি কোনও রাজনৈতিক দল নয়: খন্দকার মোশাররফ হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:২৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩

সিরাজগঞ্জে খন্দকার মোশাররফ হোসেন বিএনপি কোনও রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘তাদের দেশের প্রতি কোনও কমিটমেন্ট নেই। ক্ষমতার জন্য তারা গ্রামে গ্রামে মানুষ পুড়িয়ে মেরেছে, অগ্নিসন্ত্রাস করেছে। উনারা আবার বলেন গণতন্ত্র ফিরিয়ে আনবেন। খালেদা জিয়ার স্বামী বন্দুকের নল দিয়ে ক্ষমতায় বসেছেন, বন্দুকের নল দিয়ে দল গঠন করেছেন। তাদের মুখে গণতন্ত্রের কথা ভুতের মুখে রাম নামের মতোই শোনায়।’

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে বলেন, ‘এক সময় বাংলাদেশকে ভিক্ষুকের জাতি বলা হতো। বন্যা, খড়া, সাইক্লোন, দুর্ভিক্ষের কারণে সারা দুনিয়া আমাদের অবজ্ঞা-অবহেলা করতো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে বাংলাদেশ আর অবজ্ঞার পাত্র নয়। আমরা এখন ভিক্ষা নেই না, ভিক্ষা দেই।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করলো বিশ্বব্যাংক। বাপের বেটি শেখ হাসিনা বললেন, কোনও দুর্নীতি হয় নাই। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করবো, বিশ্বব্যাংক টাকা দিলেও আমরা নেবো না। তার দৃঢ় পদক্ষেপে সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান।’ সিরাজগঞ্জে খন্দকার মোশাররফ হোসেন

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি আখ্যা দিয়েছে সারাবিশ্ব। কারণ মায়ের মমতা দিয়ে তিনি যেমন দেশবাসীর সেবা করে যাচ্ছেন, তেমনি মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন।’

দেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার মানুষের গড় আয় ৫৩৬ ডলার থেকে ১৬১০ ডলারে উন্নীত করেছেন। দেশকে ডিজিটালাইজড করেছেন। গ্রামে গ্রামে রাস্তাঘাট করেছেন, বিদ্যুৎ দিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশের যে উন্নয়ন হয়েছে বিএনপি-জাতীয় পার্টির আমলে তার এক কনাও হয়নি।’

জনপ্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা মিনমিন করে ভোট চাইবেন না। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তাতে দাপটের সঙ্গে ভোট চাইবেন।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ। সভায় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫