X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার রাঙামাটিতে হরতালের ডাক

রাঙামাটি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৬

যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় যুবলীগ। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে এক প্রতিবাদ সমাবেশে যুবলীগ নেতারা এই কর্মসূচির ডাক দেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের পৌর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, মহিলা লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, ‘জুরাছড়িতে আওয়ামী লীগ নেতা অরবিন্দুকে হত্যা ও বিলাইছড়িতে রাসেল মার্মার ওপর হামলার পেছনে পার্বত্য চট্টগ্রামের একটি সন্ত্রাসী গোষ্ঠি জড়িত রয়েছে। তারা প্রতিনিয়ত পাহাড়কে অস্থিতিশীল করার জন্যে এরকম বর্বর কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। তাদের তৎপরতা প্রতিরোধ করতে প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে। পাহাড়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।’

এ সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন রাঙামাটি জেলা যুবলীগ নেতারা।

এদিকে জুরাছড়িতে মঙ্গলবারের এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেদ।

আরও পড়ুন- রাঙামাটিতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী