X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজার জেলা বিএনপির সম্পাদককে কেন্দ্রের সতর্কবার্তা

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১১:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:১৪

জেলা সভাপতি ও বিভাগীর সাংগঠনিক সম্পাদককে পাঠানো কেন্দ্রীয় বিএনপির চিঠি

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমানের নির্বাচনী এলাকায় কমিটি গঠনের ব্যাপারে অনাধিকার চর্চা না করার জন্য মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।  
এ নির্দেশনা না মানলে মিজানুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে চিঠিতে। চিঠিতে বলা হয়- ‘মিজানুর রহমান মিজান মৌলভীবাজার সদর, পৌরসভা ও রাজনগর উপজেলায় বর্তমান বৈধ কমিটির বিপরীতে নতুন কমিটি করেছেন। যার কোনও এখতিয়ার মিজানুর রহমান মিজানের নেই। এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মিজানকে নির্দেশ প্রদান করা হচ্ছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়- ‘মৌলভীবাজার পৌরসভা, রাজনগর ও সদর উপজেলা কমিটিসমূহ দলের সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। জেলা বিএনপির সভাপতি  ও সাবেক এম পি এম নাসের রহমানের নির্বাচনী এলাকা ওই দুই উপজেলা। এ এলাকায় মিজানুর রহমানের কার্যকলাপে বিএনপির ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।’

জানা যায়, মৌলভীবাজার সদরের সব ইউনিয়ন ও পৌরসভা এবং রাজনগর থানাসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করছেন। মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর নাসের রহমানের গঠিত কমিটির বিপরীতে পাল্টা কমিটি গঠন করছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘চিঠির ব্যাপারে আমি মাত্র শুনলাম। সত্যতা পাইনি এখনো, তবে  আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী