X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:২১

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর)  দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এটি উদ্বোধন করেন। এর আগে পাকিস্তান আমলে চট্টগ্রামে প্রথম চা নিলাম কেন্দ্র চালু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘চায়ের রাজধানী শ্রীমঙ্গলে কোনও চা নিলাম কেন্দ্র ছিল না, এটি আসলেই দুঃখজনক। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র এখানে নির্মিত হয়েছে। সিলেটে অনেক আগে থেকেই চা নিলাম কেন্দ্র চালুর দাবি ছিল। ১৯৮২ সালে আমি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে একটি সিদ্ধান্ত দেই, শ্রীমঙ্গলে টি অকশন করা হোক। সেই সময় টি প্লান্টার্স অ্যাসোসিয়েশন আমার এই প্রস্তাবকে সমর্থন করে। কিন্তু চট্টগ্রামের ব্যবসার কারণে সিলেটে এই নিলাম কেন্দ্র এত দিন হয়নি। শেষ পর্যন্ত ২০১৭ সালে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী তিনি আরও বলেন, ‘চা নিয়ে গবেষণার জন্য আমাদের রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। চা উৎপাদন নিয়ে যদি আমরা আরও সচেষ্ট হই তাহলে অর্থনৈতিকভাবে আমরা আরও সুফল পাবো।’

টি প্লান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক ড. একেএম আবদুল মোমেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ জালালসহ স্থানীয় ব্যবসায়ীরা।  

 

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়