X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্তানদের হাতে বই দিলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫১

সন্তানদের হাতে বই কিনে দিলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বই মেলার উদ্বোধন করছেন সংস্কৃতিমন্ত্রী বই পড়ে কেউ দেউলিয়া হয় না বরং জ্ঞান বাড়ে উল্লেখ করে তিনি বলেন, ‘বই পেলে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠবে। বিভিন্ন ক্ষেত্রে তারা দক্ষতা এবং জ্ঞানের পরিচয় দিতে পারবে, না হলে দেখা যাবে এমএ পাশ করেও চাকরি মিলছে না।’

তিনি আরও বলেন, ‘আগে বই মেলা অনুষ্ঠিত হত জেলা পর্যায়ে। সেখানে স্থানীয় পুস্তক ব্যবসায়ীরা অংশ নিত। এতে মেলার উদ্দেশ্য বাস্তবায়ন হতো না। একারণে বই মেলার তাৎপর্য ঢাকা থেকে জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার জাতীয় পর্যায়ের প্রকাশকদের অংশগ্রহণে প্রথমবারের মতো এমন মেলার আয়োজন করেছে নীলফামারীতে।’

‘আলো ছড়াতে, আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি’, স্লোগান সামনে রেখে নীলফামারীতে জেলা পর্যায়ে প্রথমবারের মতো সাত দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এই মেলা চলবে। দেশের জাতীয় পর্যায়ের ৫৫টি প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়াও বাংলা একাডেমি ও ছয়টি সরকারি প্রতিষ্ঠানসহ আটটি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, গোলাম নবী হাওলাদার প্রমুখ।

এর আগে সংস্কৃতিমন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে তিন লাখ ১০ হাজার টাকার অনুদান বিতরণ করেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী