X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুলিশের মামলা নিচ্ছে না পুলিশ!

কুমিল্লা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ০৪:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৮
image

পুলিশ

কুমিল্লার মনোহরগঞ্জ থানার পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করছে না পুলিশ। হামলার শিকার পুলিশ সদস্যদের অভিযোগ, লিখিত অভিযোগ করলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।  ফলে আসামি এখনও গ্রেফতার হয়নি। ছাড়া  দাউদকান্দি মডেল থানার পুলিশ কনস্টেবল মো. হাসানকে (৩০) কোপানোর ঘটনায় তার বাবা মানিক জমদ্দার বাদী হয়ে একটি মামলা করলেও কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মনোহরগঞ্জ থানার চার পুলিশ সদস্যের অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার অভিযোগ নিয়ে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তা আমলে নেননি। তারা বলেন, ‘আমরা পুলিশ সদস্যরা স্থানীয় ছাত্রলীগের হাতে মার খেয়েছি এবং আহত হয়েছি, এটা আমাদের জন্য লজ্জার।’

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘এসআইসহ চার পুলিশ সদস্যদের ওপর হামলা মামলা হওয়ার মতো অভিযোগ না। এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেনি। আর মামলা না হওয়ায় কাউকে আটক বা গ্রেফতারও করা হয়নি।’

তবে ভুক্তভোগী পুলিশ সদস্যদের অভিযোগ, এ ঘটনায় থানায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হলেও রহস্যজনকভাবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

গত ২৭ নভেম্বর রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খোদাইভিটা এলাকায় মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য মো. শহিদকে আটক করে পুলিশ। এর জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্যকে পিটিয়ে ও ইট-পাটকেল মেরে আহত করে। হামলায় আহত হন, এসআই মিন্টু মোল্লা, এএসআই মামুন মিয়া, পুলিশ সদস্য আনিস ও নায়েব আলী।

এদিকে, একই দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় দাউদকান্দি মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. হাসানকে (৩০) দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। রাত পৌনে ৯টার দিকে হাসান গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে দাউদকান্দি থানার দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে দুস্কৃতকারীরা মোটরসাইকেলটির গতিরোধ করে হাসানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ওসি মিজানুর রহমান জানান, পুলিশ কনস্টেবল মো. হাসানের বাবা মানিক জমাদ্দার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আমরা হামলার বিষয়টি নিয়ে তদন্ত করছি। আশা করি, হামলাকারীদের শিগগিরই আইনের আওতায় আনতে পারবো।’ 

/এমএ/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা