X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ ভ্যাট দিয়েও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ

খুলনা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১১:৪৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫

খুলনা খুলনা বিভাগে সর্বোচ্চ ভ্যাট (সেবা) দিয়েও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে ক্ষুব্ধ হয়েছেন খুলনার কয়েকজন ব্যবসায়ী। অভিযোগ আছে, তালিকায় তৃতীয় স্থানে থাকা এক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হচ্ছে। 

জানা গেছে, খুলনায় সিএসএস আভা সেন্টার সর্বোচ্চ এবং সিটি ইন হোটেল দ্বিতীয় সর্বোচ্চ কর দিয়েছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের তালিকায় স্থান হয়নি প্রতিষ্ঠান দুটির। এ তালিকায় তৃতীয় সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হোটেল ক্যাসল সালাম পাচ্ছে সর্বোচ্চ করদাতার পুরস্কার।

খুলনা কাস্টম, এক্সাইজ ও ভ্যাটের যুগ্ম কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ‘সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড। কর সংক্রান্ত কোনও মামলা বিচারাধীন অথবা ব্যাংক ঋণ খেলাপি থাকলে সে প্রতিষ্ঠান এই সম্মাননা পাবে না। রাজস্ব বোর্ড বিষয়টি যাচাই বাছাই করার পর এটি নির্ধারণ করে।’

সিএসএস আভা সেন্টারের ব্যবস্থাপক মিল্টন বারিকদার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর সংক্রান্ত কোনও মামলা বিচারধীন নেই। এমনকি আমরা ঋণ খেলাপিও নই। আমরা প্রতিবছরই সঠিকভাবে আয়কর ও ভ্যাট দিয়ে আসছি।’

কাস্টম এক্সাইজ ও ভ্যাট খুলনা অফিসের দেওয়া তথ্যমতে, ২০১৫-১৬ অর্থ বছরে সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট দিয়েছে সিএসএস আভা সেন্টার (৩৯ কোটি ৭২ লাখ টাকা), দ্বিতীয় স্থানে আছে সিটি ইন লিমিটেড (৩৭ কোটি ১৫ লাখ টাকা), তৃতীয় অবস্থানে রয়েছে হোটেল ক্যাসল সালাম (২৪ কোটি ১৮ লাখ টাকা) আর চতুর্থ অবস্থানে রয়েছে হোটেল ওয়েস্টার্ন ইন (১০ কোটি ৩১ লাখ টাকা)।

কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মো. অহিদুল আলম বলেন, ‘যারা সর্বোচ্চ ভ্যাট পরিশোধ করেছেন তাদেরই এই সম্মাননা পাওয়া উচিত। তবে রাজস্ব বোর্ডের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। যা রাজস্ব বোর্ড ক্ষতিয়ে দেখে। সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান সম্মাননার জন্য বিবেচিত হয়।’ 

কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা অঞ্চলের ১১টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই ১১টি প্রতিষ্ঠান প্রধানের হাতে রবিবার (১০ ডিসেম্বর) সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ভ্যাটদাতা নির্ধারণ করা হয়। খুলনায় সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাচ্ছে হুগলী বিস্কুট কোং (উৎপাদন), এএম চ্যানেল লিমিটেড (ব্যবসা), ক্যাসল সালাম লিমিটেড (সেবা)।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বলেন, ‘যারা সর্বোচ্চ ভ্যাট প্রদান করেছে তাদেরই সম্মাননা পাওয়া উচিত। এক্ষেত্রে ব্যতিক্রম করা হলে ব্যবসায়ীরা সঠিকভাবে ভ্যাট প্রদানে অনাগ্রহী হয়ে উঠতে পারেন।’

সর্বো ভ্যাট দাতা ১১টি প্রতিষ্ঠান হলো খুলনার হুগলী বিস্কুট কোং (উৎপাদন), এ এম চ্যানেল লিমিটেড (ব্যবসা), ক্যাসল সালাম লিমিটেড (সেবা), বাগেরহাট মংলার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স (উৎপাদন), সাতক্ষীরার ইয়াকিন পলিমার লিমিটেড (উৎপাদন), আর কে ট্রেডিং (ব্যবসা) ও মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট (সেবা), শরীয়তপুরের এজি ট্রেডার্স (ব্যবসা), মাদারীপুরের মিল্ক ভিটা (উৎপাদন), সিগমা ট্রেডার্স (ব্যবসা) ও হোটেল সৈকত ।

আরও পড়ুন:
বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক