X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধের চেতনাই একমাত্র হাতিয়ার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০১৭, ২৩:২৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২৩:৫২

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধের চেতনাই একমাত্র হাতিয়ার বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রবিবার (১০ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বিজয় মেলার শিখা প্রজ্জ্বালন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুই বাঙালি জাতিসত্তার বাতিঘর। ৭ মার্চের ঐতিহাসিক ১৯ মিনিটের ভাষণে স্বাধীনতার দিক-নির্দেশনা দিয়েছিলেন। এই ইতিহাসকে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধের চেতনাই একমাত্র হাতিয়ার।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনও দেশকে রাজাকার-আলবদর মুক্ত করতে পারিনি। তবে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে তাদের নির্মূল করা হবে।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই, বিদ্যুৎ উৎপাদন রেকর্ড মানে উন্নীত হয়েছে। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক দুর্নীতির গন্ধ পেয়েছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন বিশ্বব্যাংকের টাকার দরকার নেই। আজ পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান। বিজয় মেলার অঙ্গীকার হোক আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বারবার।’
মূখ্য আলোচক নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপলব্ধি করি নতুন প্রজন্ম এখনও পরিশুদ্ধ নয়। তা না হলে ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে এই নতুন প্রজন্মকে ধ্বংস করার পরিকল্পিত প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।’
বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ঘোষণাপত্র - ২০১৭ পাঠ করেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, বিজয় মেলার মহাসচিব আহমেদুর রহমান ছিদ্দিকী, মহাসচিব (অর্থ) পান্টু লাল সাহা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক