X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গোয়ালন্দে ৭৭টি পরিবার পেল সরকারি গৃহনির্মাণ প্রকল্পের তালা-চাবি

রাজবাড়ী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৫

  রাজবাড়ী

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭৭টি পরিবারের হাতে ঘরের তালা-চাবি হস্তান্তর (প্রদান) করা হয়েছে। ‘সবার জন্য বাসস্থান-প্রধানমন্ত্রীর অঙ্গিকার’ এই প্রতিপাদ্যে ‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারগুলোকে এ তালা-চাবি দেওয়া হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী কেরামত আলী।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান মিয়া, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। এসময় তিনি প্রকল্পের কার্যক্রম, উদ্দেশ্য ও সার্বিক দিক তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শেখ আবদুল্লাহ সাদী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নূরজাহান বেগম, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস পারভিন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্যে সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীর দৃষ্টি আকর্ষণ করে ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, ‘তার ইউনিয়নে একটি প্রাইমারি ও একটি উচ্চ বিদ্যালয় খুব জরুরি। এলাকার বিভিন্ন রাস্তা সংস্কারসহ শরিফা থেকে চরমৌকুড়ী পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করতে হবে। এলাকায় এখনও যাদের বাড়ি ঘর নাই পর্যায়ক্রমে সবাইকে ঘর দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেন। আওয়ামী লীগের সময় যার যা প্রয়োজন তাই সবাই পাচ্ছে। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে আগামীতেও নৌকায় ভোট দিতে হবে। গোয়ালন্দের কাটা খালি থেকে সদরের গোদার বাজার পর্যন্ত রাস্তার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। নির্বাচনের আগে পর্যায় ক্রমে সব রাস্তা সংস্কার করা হবে।

 আরও পড়ুন: গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ, আটক ২

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা