X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংক চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ২১:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২১:০৪

বাগেরহাট বাগেরহাটে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার পশ্চিমডাঙ্গা গ্রামের সামছুদ্দিন হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার বাদী হয়ে বাগেরহাট স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত ২০১৮ সালের ৫ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনে এই মামলা করা হয়েছে। আসামিরা হলেন, দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মোশারেফ হোসেন চৌধুরী, ব্যাংকের বাগেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক নিহার রঞ্জন হালদার, ব্যাংকের সাবেক সিনিয়র সহকারী কর্মকর্তা মিঠুন রায় ও ব্যাংকের সাবেক ফিল্ড অফিসার নিহার রঞ্জন হালদারের ভাই নিঝুম হালদার।  

ক্ষতিগ্রস্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমডাঙ্গা গ্রামের হাসিব হাওলাদার বলেন, ‘অধিক মুনফার আশায় ব্যাংকের সাবেক ব্যবস্থাপক নিহার রঞ্জন হালদার ও সিনিয়র সহকারী কর্মকর্তা মিঠুন রায়ের কথায় ২০১৬ সালে দুই দফায় ছয় লাখ জমা রাখি। এরপর আমার দেখাদেখি আমার বোন শাহীনুর বেগমও তিন লাখ টাকা জমা দেয়। প্রথম ছয় মাস আমি মাসে লাখে দুই হাজার করে মুনাফা (লভ্যাংশ) পাই। কিছুদিন পরেই তারা টাকা দিতে টালবাহানা শুরু করলে আমি আমার জমা রাখা টাকা ফেরত চাই। তাদের প্রলোভনে পড়ে আমি ও আমার বোন এখন সর্বস্বান্ত হয়ে পড়েছি।’

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে তিন শতাধিক গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসার্থের অভিযোগ এনে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। এসময় তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকলেও কর্তৃপক্ষ গ্রাহকদের জমা রাখা টাকা ফেরত দিচ্ছে না।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী