X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ২৩:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:০৭

মাহমুদুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সদর মডেল থানায় জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক কিরন বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

লিখিত অভিযোগে দাবি করা হয়, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনঃরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়; শুধুই এক ভূখণ্ড। জনগণ থাকলেই কোনও ভূখণ্ড স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হয় না। বাংলাদেশ এখন ভারতের কলোনি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছেন। তাই প্রেসক্লাবে শেখ মুজিবের ম্যুরাল থাকতে পারে না। বর্তমান সরকার অবৈধ সরকার, দিল্লির তাঁবেদার সরকার। একটি রাষ্ট্রে ৪টি স্তম্ভ থাকে। পার্লামেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ ও গণমাধ্যম। এই চার স্তম্ভের কবর রচনা করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার। বর্তমানে বাংলাদেশ নামের রাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই। এদেশকে আর যাই বলা যাক, রাষ্ট্র বলা যাবে না। জমি থাকতে পারে, জনগণও থাকতে পারে, কিন্তু এদেশের সার্বভৌমত্ব নেই।’

অভিযোগে আরও বলা হয়, মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে অপমানজনক উক্তি করেছেন।

বাদী নাজমুল হক কিরন বলেন, ‘আসামি মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করে তাদের সামাজিকভাবে হেয় করেছেন। এছাড়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে আইসিটি আইনে থানায় অভিযোগ করেছি।’

ওসি মো. শহীদুল্লাহ বলেন, ‘আইসিটি আইনে মামলা করতে পুলিশ হেডকোয়ার্টের অনুমোদন লাগে। আমরা অনুমোদনের জন্য বার্তা পাঠিয়েছি। অনুমোদন পেলে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট