X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সিটি করপোরেশনের গাড়ি গায়েব: তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ

সিলেট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৩১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৩২

সিটি করপোরেশনের গাড়ি গায়েব: তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ সিলেট সিটি করপোরেশনের তিনটি অকেজো গাড়ি গায়েব হওয়ার ঘটনায় আদালতে দাখিলকৃত পুলিশের প্রতিবেদন পর্যালোচনা করে আদালত মেয়র আরিফুল হক চৌধুরীকে এক সাপ্তাহের মধ্যে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিলেট মহানগর চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
আদালতের নির্দেশে কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনুচন্দ্র গত নভেম্বর মাসে প্রতিবেদন দাখিলের পরপরই আদালতে সাধারণ ডায়েরি প্রত্যাহার করার জন্য আবেদন জানান করপোরেশনের পরিবহন শাখার উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জাবেরুল ইসলাম। আদালত সিটি করপোরেশনের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগামী ২০ ডিসেম্বর আদালতে এ বিষয়ে শুনানি হবে।
আদালতের সহকারী কৌঁসুলী মাহফুজুর রহমান জানান- সিটি করপোরেশনের অকেজো গাড়ি নিখোঁজের ঘটনায় দায়েরকৃত সাধারণ ডায়েরির শুনানি মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দেওয়ার জন্য এক সাপ্তাহের সময় দেন মেয়রকে।


বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) নেহার রঞ্জন জানান, আদালত সিটি করপোরেশনের মেয়রকে তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী এক সাপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন। জিডি প্রত্যাহারের আবেদনটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবেন।

এর আগে, সোমবার (৩০ অক্টোবর) ‘সিলেট সিটি করপোরেশনের তিনটি গাড়ি গায়েব, থানায় জিডি’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট মহলের টনক নড়ে। পরে বুধবার (১ নভেম্বর) ‘সিসিকের গাড়ি গায়েব: জিডি করে ভুলে যান কর্মকর্তা’ এবং শুক্রবার (৩ নভেম্বর) ‘সিসিকের গাড়ি গায়েব: অবশেষে জিডির তদন্তে নামলো পুলিশ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে আরও দু’টি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সিলেট সিটি করপোরেশনে সাড়া পড়ে যায়। পরে এই ঘটনায় গঠিত হয় তদন্ত কমিটি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা