X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার কারিগর দ্বগ্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩

দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়েছেন চার স্বর্ণ কারিগর। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী বাজারের সিলভার পট্টিতে দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী বাজারের সিলভার পট্টিতে শিব প্রসাদ দত্তের স্বর্ণের দোকান দত্ত জুয়েলার্সে ওয়ান টাইম ২৫০ মিলি একটি রিফিল গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তা রিফিল করে এনে রেখে কর্মরত স্বর্ণ কারিগররা প্রতিদিনের মতোই স্বর্ণের কাজ করছিলেন। দুপুরে হঠাৎ সেই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঘরের ভেতর আগুন থাকায় তা ছড়িয়ে পড়ে এবং চার কারিগরের শরীর ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানিরা আহত কারিগরদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত স্বর্ণ কারিগররা হলেন, ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের বাবলুর ছেলে সুব্রত (২৮), কাটাঁবাড়ী গ্রামের কেশোরীর ছেলে হরি রায় (৪৫), একই গ্রামের মহেন্দ্র কুমার ঠাকুর (মাস্টার) এর ছেলে রতন কুমার (৩২)ও রাঙ্গামাটি গ্রামের তারা পদের ছেলে সুমন (৩০)।

এদের মধ্যে স্বর্ণ কারিগর সুব্রত রায়, হরিপদ রায় ও সুমন গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত রতন কুমারের ক্ষত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. খাইরুন নেছা জানান, অগ্নিদ্বগ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দত্ত জুয়েলার্সের মালিক মালিক শিব প্রসাদ দত্ত বলেন, ‘ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। তবে যতটুকু শুনেছি কারিগররা ছোট্ট গ্যাস মেশিন দিয়ে আগুন জালিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে যায় তারা।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি