X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ভাঙা স্যুটকেস থেকে ৪০ হাজার কোটি টাকা কিভাবে হলো’

নরসিংদী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ২১:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:১৯

বক্তব্য রাখছেন দীপু মনি (ছবি- প্রতিনিধি)

ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি থেকে কিভাবে ৪০ হাজার কোটি টাকা জিয়া পরিবারে এলো, এ প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘যারা এতিমের টাকা মেরে খায়, হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারে, শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়, শত শত গাড়িতে আগুন দেয়, তাদের হাতে গণতন্ত্র নিরাপদে থাকবে কিনা তা জনগণ জানে। এসব কারণে বিএনপির নেত্রী খালেদা জিয়ার এদেশে নির্বাচন তথা রাজনীতি করারই অধিকার নেই।’

বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কার্যক্রম শুরু উপলক্ষে নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিয়েছেন। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার দেশের উন্নয়নের জন্য সামাজিক বেস্টনির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ভাতা দিয়ে আসছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ ডিজিটাল হওয়ার কারণে পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোয় এসেছে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘কর্ণফুলী নদীর মধ্য দিয়ে টানেল নির্মাণসহ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি হচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওসার, সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক মোহন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী