X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চারা উৎপাদন করে স্বাবলম্বী

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮





উৎপাদিত সবজির চারা নরসিংদীর শিবপুরে বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদনে করছেন কৃষকরা। সবজির চারা বিক্রি করে এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন উপজেলার বাঘাব ইউনিয়নের দেড় শতাধিক কৃষক। একই জমিতে বীজ অঙ্কুরোদগমের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে শীত ও গ্রীষ্মকালীন বিভিন্ন রকম সবজির চারা। গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলার কৃষকরা এসে কিনে নিয়ে যাচ্ছেন এখানকার উৎপাদিত সবজির চারা। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে চারা উৎপাদনকারী কৃষকের সংখ্যাও।

স্থানীয় কৃষকরা জানান, বংশ পরম্পরায় সবজির চারা উৎপাদনের সঙ্গে জড়িত শিবপুরের বাঘাব ইউনিয়নের কৃষকরা। বাঘাব ইউনিয়নের খড়ক মারা, ব্রাহ্মন্দী, লামপুর, কুন্দারপাড়া, রংপুর এলাকার রয়েছে সবজির চারা উৎপাদনের খ্যাতি। বেগুন, ফুলকপি, বাধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে, করলাসহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করে থাকেন কুন্দারপাড়া গ্রামের দেড় শতাধিক কৃষক। প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন বার বীজ অঙ্কুরোদগমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা।
সবজির চারার ক্ষেতে কৃষক এক সময় হাতে গোনা অভিজ্ঞ কৃষক এসব সবজির চারা উৎপাদনে জড়িত থাকলেও চারা উৎপাদনে অভিজ্ঞ কৃষকের সংখ্যা বাড়ছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় বাড়ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। চারা উৎপাদনে অভিজ্ঞতা থাকায় এখানকার কৃষকের উৎপাদিত মানসম্মত সবজি চারার সুনাম ছড়িয়ে পড়েছে কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনাসহ পাশের বিভিন্ন জেলার কৃষকদের মধ্যে। আশানুরূপ ফলন পাওয়ায় ক্ষেত থেকেই সবজির চারা কিনতে আসেন বিভিন্ন এলাকার কৃষকরা।

ব্রাহ্মন্দী গ্রামের সবজির চারা উৎপাদনে জড়িত কৃষক সুলমান মিয়া বলেন, ‘দুই বছর ধরে চার জাতের ফুলকপি, জালি, টমেটো, ও মরিচের চারা উৎপাদন করে বিক্রি করে লাভবান হয়েছি। এখন বীজতলা সম্প্রসারণের চেষ্টা করছি।’

একই গ্রামের মফিজ উদ্দীন বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে চারা উৎপাদন ভালো হয়, দামও ভালো পাওয়া যায়। তবে অনেক পুঁজির দরকার পড়ে।’

কুন্দারপাড়া গ্রামের কৃষক শহিদ মিয়া বলেন, ‘এ বছর এক বিঘা জমিতে দুই লাখ টাকা খরচ করে সবজির চারা লাগিয়েছি। এই চারা বিক্রি করে ৮ লাখ টাকা আয় হবে বলে আশা করছি।’

সবজির চারা শিবপুরের বাঘাব ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছর শিবপুরের বাঘাব ইউনিয়নে ৫ হেক্টর জমিতে সবজির বীজতলা তৈরি করেছেন দেড় শতাধিক কৃষক। যা গত বছর ছিল ৪ হেক্টর। চলতি বছর অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় কৃষকরা বাড়তি চারা উৎপাদন করছেন।’

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. লতাফত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদন করে নিজেদের জমির চাহিদা মেটানোর পাশাপাশি অন্যত্র বিক্রি করে লাভবান হতে পারছেন কৃষকরা। সবজির চারা উৎপাদন বাড়াতে প্রতি বছরই কৃষকদের দক্ষতা অর্জনে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ঋণ সহায়তা দেওয়া গেলে অন্যান্য কৃষকরাও চারা উৎপাদনে আগ্রহী হবেন।’

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না