X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঘুষ নেওয়ার অভিযোগে বরিশালে সেটেলমেন্ট অফিসের পেশকার আটক

বরিশাল প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪

-

বরিশালে ঘুষ নেওয়ার অভিযোগে এক পেশকারকে আটক করেছে দুর্নীতি দমন কামিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আবু বক্কর সিদ্দিকী (৪৬) বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডের সহকারী সেটেলমেন্ট অফিস কার্যালয়ের পেশকার (কম্পোজিটর)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার পূর্ব সন্ন্যাসীরচর এলাকার মৃত আবদুল কাদের মাস্টারের ছেলে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, আটকের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

মামলায় অভিযোগ করা হয়, বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার আব্দুল মন্নান খান বরিশাল সদরের রুপাতলী মৌজার পৌনে ৮ শতাংশ জমির নামপত্তনের জন্য ৩১ ধারায় শুনানি করান। শুনানির রায়ের কপি পাওয়ার জন্য পেশকার আবু বক্কর সিদ্দিকী তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করে। পরে তা ১০ হাজার টাকায় দফারফা হয়। এরপর ১৩ ডিসেম্বর আব্দুল মন্নান খান দুর্নীতি দমন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ করেন। পরে তাকে হাতেনাতে ধরার জন্য দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের তত্ত্বাবধায়নে একটি পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী উপ-পরিচালক মো. মতিউর রহমানকে দলনেতা করে সাত সদস্যের একটি দল সেখানে ফাঁদ পাতে।

তারা বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বরিশাল ভূমি অফিস প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ডের সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে ঘুষ হিসেবে দেওয়া ১ হাজার টাকার ১০টি চিহ্নিত নোটসহ (১০ হাজার টাকা) পেশকার আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল, শুক্রবার আখেরি মোনাজাত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ