X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পার্টি করে শিক্ষার্থীদের ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ বোঝালেন অধ্যক্ষ!

জিয়াউল হক, রাঙামাটি
১৫ ডিসেম্বর ২০১৭, ০১:৪৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০১:৪৮

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটি সরকারি কলেজে পার্টি (ছবি-প্রতিনিধি) শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘ক্লাস পার্টি’ করে আনন্দ উৎসব করেছে রাঙামাটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। সারাদেশের মানুষ এদিন শোকাবনত চিত্তে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেও বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাঙামাটি কলেজ ছিল উৎসবমুখর। পার্টিতে প্রধান অতিথি ছিলেন স্বয়ং কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ। এই দিনে এমন আয়োজন প্রসঙ্গে তিনি বলেছেন, ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বোঝানো হয়েছে।

কলেজের শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাঙামাটি সরকারি কলেজের মূল ভবনের পেছনে নবনির্মিত প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ক্লাস পার্টির আয়োজন করা হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা (২০১৬-২০১৭ ব্যাচ) এ পার্টির আয়োজন করে। তাতে উচ্চস্বরে গান-বাজনাসহ নেচে-গেয়ে আনন্দ উৎসব করে ওই ব্যাচের শিক্ষার্থীরা। উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কলেজ অধ্যক্ষ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাঙামাটি সরকারি কলেজে পার্টি (ছবি-প্রতিনিধি) রাঙামাটি সরকারি কলেজ পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক খোকন চাকমা বলেন, ‘এদিন শোকের দিন। আমরা সবাই এদিনে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাই। এমন দিনে এ ধরনের কর্মকাণ্ড লজ্জাজনক। কিন্তু এ বিষয়ে আমরা কিছুই জানতাম না।’

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহাম্মেদ ইমতিয়াজ রিয়াদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জানতাম না। পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অধ্যক্ষ স্যারের সঙ্গে ফোনে কথা বলেছি। এমন কাজ সত্যিই লজ্জাজনক।’

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ বলেন, ‘ক্লাস পার্টিতে আমারা ছাত্রদের বুদ্ধিজীবী  দিবস সম্পর্কে বুঝিয়েছি। কলেজে পরীক্ষা চলছে, তাই আজ ছুটির দিন এ অনুষ্ঠানটি করা হয়েছে।’

পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, ‘এদিনে বাংলার সূর্যসন্তানদের হত্যা করা হয়েছে। এ দিনটি আমাদের জন্য শোকের দিন। এই  দিনে এসব ক্লাস পার্টির  অনুষ্ঠান করা কোনোভাবেই উচিত হয়নি।’  

 

/এসএসএ/ এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা