X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় যত্রতত্র ইটভাটা, ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
১৫ ডিসেম্বর ২০১৭, ০৭:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৮:০০

নওগাঁয় ইটভাটা জন্য কাটা হচ্ছে ফসলি জমির মাটি নীতিমালার তোয়াক্কা না করে নওগাঁয় আবাসিক এলাকা ও কৃষিজমিতে যত্রতত্র গড়ে তোলা হচ্ছে ইটভাটা। এতে কালো ধোঁয়া ও ধুলাবালিতে বিপর্যস্ত হচ্ছে এলাকার পরিবেশ। এছাড়া, ইট তৈরিতে জমির উপরিভাগের (টপ সয়েল) মাটি ব্যবহার করায় দিন দিন কমছে ফসল উৎপাদন ক্ষমতা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও তা বন্ধে সংশ্লিষ্টদের কোনও তৎপরতা নেই। অবশ্য বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন।

ফসলি জমি থেকে কাটা হচ্ছে মাটি সাম্প্রতিক সময়ে নওগাঁয় একের পর এক ইটভাটা গড়ে উঠেছে। কোনও নিয়ম না মেনে আবাসিক এলাকা ও কৃষিজমির মধ্যেই গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। জেলা প্রশাসন সূত্র জানায়, নওগাঁয় ১৩৫টি ইটভাটার মধ্যে মাত্র ৬৮টির ছাড়পত্র রয়েছে। এসব ইটভাটার দূষিত ধোঁয়ায় স্থানীয়দের মধ্যে চর্মরোগ ও অ্যাজমাসহ বিভিন্ন অসুখের প্রকোপ বাড়ছে। ফসলের ফলনও কমে গেছে।

জানা যায়, নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, বদলগাছী ও ধামুইরহাট উপজেলায় ইটভাটা গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকায়। নীতিমালার তোয়াক্কা না করে ভাটার জন্য আবাদি জমির প্রথম ছয় ইঞ্চি থেকে একফুট পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এতে উর্বরতা হারিয়ে জমি পরিণত হচ্ছে ঊষর ভূমিতে।

ইটভাটা জন্য কাটা হচ্ছে ফসলি জমির মাটি নওগাঁর সদর উপজেলার কৃষকরা জানান, আগে যে জমি থেকে ১৮-২০ মণ সবজি পাওয়া যেতো, এখন তা কমে ১৪-১৫ মণে নেমে এসেছে। এবার শিমের ফলন কমে গেছে, এমনকি  নারিকেল গাছ থেকেও গুটি ঝরে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, ‘জমির টপ সয়েল ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এর ওপর জমির উর্বরতা নির্ভর করে। টপ সয়েল কাটার পর জমির আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ৫-৭ বছর সময় লাগে। টপ সয়েল না থাকলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।’

সুরমা ব্রিকস নামের একটি ইটভাটার ম্যানেজার রিপন হোসেন বলেন, ‘আমরা জমির টপ সয়েল কাটতে চাই না। অনেকটা বাধ্য হয়েই কাটি।’ জমির উপরিভাগের মাটি নিলে জমির ক্ষতি হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুটা তো ক্ষতি হয়। কিন্তু নিরুপায় হয়ে জমির টপ সয়েল কাটতে হচ্ছে।’

নওগাঁয় যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম বলেন, ‘ইটভাটার ছাড়পত্রে বলা হয়, অনাবাদি জমি আর অনাবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার কথা। কিন্ত নওগাঁয় এমন জমি না পাওয়ার কারণে আবাদি জমিতে বাধ্য হয়ে আমরা ইটভাটা তৈরি করছি।’

জমির টপ সয়েল কেটে ইট তৈরির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা জমির মালিককে টপ সয়েল কাটার জন্য ন্যায্য মূল্য দিয়ে থাকি। এজন্য ট্রাক্টর প্রতি একশ’ টাকা দেওয়া হয়। আমরা ইট তৈরির জন্য যে শুধু জমির টপ সয়েল নেই তা নয়,  দোআঁশ, এঁটেল ও বেলে মাটি দিয়েও ইট তৈরি করে থাকি।’

নওগাঁর সিভিল সার্জন ডা. মোমিনুল হক বলেন, ‘ইটভাটা এলাকার অনেকেই চর্ম রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়াও হাঁপানি, চোখ জ্বালা ও অ্যালার্জিসহ দীর্ঘমেয়াদি রোগ বেশি হচ্ছে।’

পরিবেশ অধিদফতরের পরিদর্শক মুকুল হোসেন বলেন, ‘নওগাঁয় পরিবেশ অধিদফতরের কোনও অফিস নেই। বগুড়া অফিস থেকে আমরা মনিটরিং করে থাকি। তাছাড়া আমাদের লোকবলেরও অভাব রয়েছে। আমরা যদি অভিযোগ পাই, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান বলেন, ‘যেসব ভাটার মালিক পরিবেশের বিধান মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, জমির টপ সয়েল কেটে কেউ যেন ইট তৈরি করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করে পরিবেশ আইনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও তিনি জানান।

 

 

/এএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা