X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রসূতির পেটে গজ রেখে সেলাই, তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১১:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:৫০

এখন রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিলা একজন প্রসূতির সিজারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী এক হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার তদন্ত করতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার রাজশাহীর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিভিল সার্জন ডা. সনজিত কুমার সাহা বলেন, ‘এ ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ডেপুটি সিভিল সার্জন ডা. এনামুল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- মেডিক্যাল অফিসার ডা. মনিরা ও ডা. প্রদীশ কুমার বিশ্বাস। তাদের সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

জানা যায়, নগরীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের পর স্বাধীনা আকতার শিলা (২২) নামের ওই প্রসূতি দীর্ঘদিন ধরে সুস্থ না হওয়ায় পরে আরও দুই দফা অস্ত্রোপচার করতে হয়। শেষ দফা অস্ত্রোপচারের পর পেটের ভেতর থেকে গজ কাপড় অপসারণ করা হয়েছে। এরপর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। গৃহবধূ শিলার চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সর্বশেষ অস্ত্রোপচারকারী চিকিৎসক নাজমুন নাহার তারা বলেন, ‘শিলার পেটে গজ ব্যান্ডেজ ছিল। সেটাই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে।’ তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

শিলার বাবা ইদ্রিস আলী মোল্লা জানান, গত ১৭ অক্টোবর প্রসব বেদনা উঠলে শিলাকে নগরীর নওদাপাড়ার ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা শেষে সেদিন সন্ধ্যায় সিজার করার সিদ্ধান্ত জানান হাসপাতালের আবাসিক সার্জন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুলতানা নাজনীন রিতা। টাকা জমা দেওয়ার পর সেদিনই সিজার করা হয়। তবে তিন দিনের মাথায় ২০ অক্টোবর দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় নবজাতকের। পরে সেদিন সন্ধ্যার আগেই শিলাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শিলাকে রামেক হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

রামেক হাসপাতালের স্ত্রীরোগ কনসালট্যান্ট ডা. মনোয়ারা বেগমের পরামর্শে শিলার আলট্রাসনোগ্রাম করানো হয়। ওই রিপোর্টে প্রসূতির ডিম্বাশয়ে সংক্রমণের কথা জানানো হয়। ৩০ অক্টোবর সকালে রামেক হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের মাধ্যমে শিলার ডিম্বাশয় থেকে পুঁজ অপসারণ করেন ডা. মনোয়ারা বেগম। এরপর তাকে বাড়িতে পাঠানো হয়। কিন্তু কিছু দিন পর আবারও শিলার অবস্তার অবনতি হতে থাকে।  অবস্থা বেগতিক দেখে ২৮ নভেম্বর শিলাকে ফের রামেক হাসপাতালে নেওয়া হয়। সহযোগী অধ্যাপক ডা. নাজমুন নাহার তারা আবারও আলট্রাসনোগ্রামের পরামর্শ দেন। এরপর দুটি পৃথক স্থানে আলট্রাসনোগ্রাম করানো হয়। প্রত্যেক রিপোর্টেই রোগীর ডিম্বাশয়ে গজ এবং সংক্রামণের কথা জানানো হয়। পরে গত ৩ ডিসেম্বর রামেক হাসপাতালে তৃতীয় দফা অস্ত্রোপচার হয় শিলার। এবার ডা. নাজমুন নাহার তারা অস্ত্রোপচার করে রয়ে যাওয়া গজ ও পুঁজ অপসারণ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুলতানা নাজনীন রিতা বিষয়টি এড়িয়ে যান। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!