X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬

গোবিন্দগঞ্জে ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহারা ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবারকে নতুন ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ বেতাড়া গ্রামে ৪০টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম রফিক, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক মণ্ডল, নুরুল ইসলাম পান্নাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে আরও একটি আশ্রয়ণ প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে কাটাবাড়ি, সাপমারা, শাখাহার, রাজাহার, কামদিয়া ও গুমানিগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন ১০০ পরিবারকে ঘরের চাবি দেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৪০ পরিবার এদিকে, ঘর পেয়ে খুশি হয়েছেন দরিদ্র-অসহায় ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। এদের মধ্যে রমেশ টুডু বলেন, ‘আগে মাথা গোজার ঠাঁই ছিল না। এখন আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারবো।’

শিথিশ বাস্কে বলেন, ‘জমিজমা না থাকায় স্থায়ী কোনও ঠিকানা ছিল না। সরকারি বরাদ্দে স্থানীয় এমপি ও চেয়ারম্যানের কারণে আজ  স্থায়ী ঘর হলো।’

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলাব্রত চক্রবর্তী জানান, ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে সরকারি খাস জায়গাও ওপর দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ব্যয় ধরা হয় ২ কোটি ২৯ লাখ টাকা। দেড় লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে স্যানিটেশন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!