X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চার বাড়িতে ডাকাতি, ১৬ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী, রিবর ও সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার বারদী ইউনিয়নের চকবাজার আলমদী গ্রামের অস্ট্রিয়া প্রবাসী হাবিবুল্লাহের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে হাবিবুল্লাহসহ তার বড় ভাই আলমগীর, ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার, ইব্রাহিমের ঘর থেকে ৫৩ হাজার ও প্রবাসী হাবিবুল্লাহ ঘর থেকে সাড়ে চার লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

এদিকে, একই রাতে ওই ইউনিয়নের রিবর গ্রামের বাসিন্দা বারদী এলাকায় রঞ্জিত সাহার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা রঞ্জিত সাহার ছেলে রঞ্জন সাহার ঘরে প্রবেশ করে তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, দুটি মোবাইল, রঞ্জিত সাহার ছোট ভাই সত্য সাহার ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা, তিনটি মোবাইল লুট করে নেয়।

অন্যদিকে একই গ্রামের আবুল মিয়ার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী জীবন মিয়ার ঘরের দরজা ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামে আজহার মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা এক ভরি স্বর্ণ, ১৩ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুর জব্বার বলেন, ‘ডাকাতির ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি পরে জানানো হবে।’

সোনারগাঁও থানার ডিউটি অফিসার এএসআই  নারায়ণ বলেন, চকবাজার আলমদি গ্রামের ডাকাতির ঘটনায় মামলা হতে পারে। অন্য কোথাও ডাকাতির ঘটনা আমার জানা নেই।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা