X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদলকে ধাওয়া দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৫






চবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। এসময় ছাত্রদলের পক্ষ থেকে আনা বিজয় দিবসের পুষ্পস্তবকও ছিঁড়ে ফেলে ছাত্রলীগের কর্মীরা। তারা ছাত্রদলের দুই নেতাকে মারধরও করে। তারা হলেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন।















শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে  বিশ্ববিদ্যালয়ের চিরায়ত নিয়ম অনুযায়ী অন্যান্য সংগঠনের মতো বিজয় দিবসে ফুল দিতে আসে ছাত্রদল নেতাকর্মীরাও। এসময়  ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে তাদের মারধর করে। তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়তে বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার সময় রাস্তায় ছাত্রদলের ছেঁড়া পুষ্পস্তবক পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের সহায়তায়  প্রক্টরিয়াল বডির সদস্যরা  আহতদের উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেন।


এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘আমরা বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। কিন্ত ছাত্রলীগের কিছু ছেলে এসে আমাদের নেতা-কর্মীদের মারধর করে। আমার সন্দেহ হয় যে  তারা কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী! বিজয় দিবসের ফুল পর্যন্ত ছিঁড়ে ফেললো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, 'হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এসেছিল। আমাদের নেতাকর্মীরা তাদের বুঝিয়ে চলে যেতে বললে তারা চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া দিলে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ