X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদলকে ধাওয়া দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৫






চবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। এসময় ছাত্রদলের পক্ষ থেকে আনা বিজয় দিবসের পুষ্পস্তবকও ছিঁড়ে ফেলে ছাত্রলীগের কর্মীরা। তারা ছাত্রদলের দুই নেতাকে মারধরও করে। তারা হলেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন।















শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে  বিশ্ববিদ্যালয়ের চিরায়ত নিয়ম অনুযায়ী অন্যান্য সংগঠনের মতো বিজয় দিবসে ফুল দিতে আসে ছাত্রদল নেতাকর্মীরাও। এসময়  ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে তাদের মারধর করে। তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়তে বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার সময় রাস্তায় ছাত্রদলের ছেঁড়া পুষ্পস্তবক পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের সহায়তায়  প্রক্টরিয়াল বডির সদস্যরা  আহতদের উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেন।


এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘আমরা বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। কিন্ত ছাত্রলীগের কিছু ছেলে এসে আমাদের নেতা-কর্মীদের মারধর করে। আমার সন্দেহ হয় যে  তারা কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী! বিজয় দিবসের ফুল পর্যন্ত ছিঁড়ে ফেললো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, 'হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এসেছিল। আমাদের নেতাকর্মীরা তাদের বুঝিয়ে চলে যেতে বললে তারা চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া দিলে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার