X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মৃত্যুতে নাসিরনগরে শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:২৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:১৪

ছায়েদুল হক (ফাইল ছবি) ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া-১) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার নির্বাচনি এলাকা নাসিরনগরে তৈরি হয়েছে বেদনাতুর পরিবেশ। শনিবার (১৬ ডিসেম্বর) তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন পূর্বভাগ ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতে।

নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সুজিত চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোহাম্মদ ছায়েদুল হক ছিলেন নাসিরনগরের মাটি ও মানুষের নেতা। তার মৃত্যুতে পুরো নাসিরনগরে বিরাজ করছে শোকের ছায়া। আমরা মনে করি, প্রবীণ এই রাজনীতিবিদের শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।’
আওয়ামী লীগের এই নেতা জানান, প্রাণিসম্পদমন্ত্রীর মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেছে। তার স্মরণে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আলোচনার মাধ্যমে পরে কর্মসূচি নির্ধারণ করবেন বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘আমরা বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সকাল ৯টার দিকে মন্ত্রীর মৃ্ত্যুর খবর পেয়েছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রবীণ এক রাজনীতিবিদকে হারিয়েছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।’
জেলা আওয়ামী লীগের এই নেতা জানান, রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর ছায়েদুল হকের মরদেহ হেলিকপ্টারে করে নাসিরনগরে আনা হবে। সেখানে উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন। তার ভাগ্নে আব্দুর রহিম মাস্টার এ খবর নিশ্চিত করেন। শারীরিক অসুস্থতার কারণে প্রাণিসম্পদমন্ত্রী সেখানে তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর মৃত্যুর খবর জানার পর থেকে তার নিজের গ্রাম পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগে সমবেদনা জানাতে জড়ো হন উপজেলা আওয়ামী লীগসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন- মন্ত্রী ছায়েদুল হক আর নেই


/এফএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন