X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় মঞ্চ ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:০১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:১০

 

ভাঙচুর করা মঞ্চ বিজয় দিবস উপলক্ষে মুক্তাগাছায় আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জয় বাংলা স্লোগান না রাখা এবং পৌর মেয়রের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন। এ কারণে মেয়রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শনিবার সকালে মুক্তাগাছা পৌরসভার সামনে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি,উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন জড়ো হন। সেখানে তারা গিয়ে দেখেন চরম অব্যবস্থাপনা। এছাড়া বিজয় মঞ্চের ব্যানার এবং পৌরসভার অন্যান্য কর্মসূচির কোথাও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা স্লোগান ব্যবহার করা হয়নি। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। সেখানে উপস্থিত পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদ কোনও উত্তর না দিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেন। এক পর্যায়ের তারা পৌর মেয়রকে ধাওয়া করেন। মেয়র পৌর ভবনে আশ্রয় নেয়। পরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, ওলামালীগসহ নেতাকর্মীরা মেয়রের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে মুক্তাগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তারা দ্রুত সময়ের মধ্যে মেয়রের অপসারণ ও জাতির পিতাকে অবমাননার দায়ে মেয়রের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান।

সংবাদ সম্মেলনে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি মঞ্চে কেন রাখা হয়নি জানতে চাইলে- শহিদুল ইসলাম তাদেরকে জানান বঙ্গবন্ধুর সঙ্গে জিয়ার ছবিও রাখতে হবে। এই ঔদ্ধত্যপূর্ণ কথা শোনার পর নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে মঞ্চ ভাঙচুর করেছে।’

এ বিষয়ে মেয়র শহিদুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী