X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তা‌লিকায় ভুয়া নাম সুপা‌রি‌শ, ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২০:০৬

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ‘মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কমিটি’র সভাপতি ওসমান গণির বিরুদ্ধে তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। অভিযুক্ত ওসমান গণি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের কেন্দ্রীয় কমি‌টির সাবেক সহসাংগঠ‌নিক সম্পাদক।

শনিবার (১৬ ডি‌সেম্বর) দুপুরে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়  মুক্তিযোদ্ধারা। এরপর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করেছেন তারা। এসময় ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিলের দাবি জানানো হয়েছে ও ওসমান গণিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ভুরুঙ্গামারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএসও) এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী।

মু‌ক্তি‌যোদ্ধা‌দের অ‌ভি‌যোগ, এ বছর মুক্তিযোদ্ধা তালিকা তৈরিতে যাছাই-বাছাই কমিটির সভাপতি ওসমান গণি টাকার বিনিময়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এর প্রতিবাদে সমাবেশ থেকে ভুরুঙ্গামারী,নাগেশ্বরী, ফুলবাড়ী এবং উলিপুর উপজেলার যাছাই-বাছাই কমিটির সভাপতি ওসমান গণিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত থাকা অমুক্তিযোদ্ধাদের এ তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান বক্তারা।

উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ম‌হিউ‌দ্দিন আহমেদ জানান, ‘তা‌লিকায় সুপা‌রিশকৃত ব্য‌ক্তি‌দের অ‌ধিকাং‌শই মুক্তিযুদ্ধে অংশ নেন‌নি। কিন্ত‌ু কী কার‌ণে তা‌দের নাম সুপা‌রিশ করা হয়ে‌ছে তা ক‌মি‌টির সভাপ‌তি জা‌নেন।’

উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের ডেপুটি কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলমগীর মণ্ডল জানান, ‘বাছাই ক‌মি‌টির সভাপ‌তি মোটা অ‌ঙ্কের টাকার বি‌নিম‌য়ে দুই শতা‌ধিক ব্য‌ক্তির নাম মু‌ক্তি‌যোদ্ধা হি‌সে‌বে সুপা‌রিশ ক‌রে‌ছেন, যারা প্রকৃতপ‌ক্ষে মু‌ক্তি‌যোদ্ধা নন। আমি নি‌জে এ ক‌মি‌টির সদস্য হ‌লেও ভুয়া তা‌লিকার সুপা‌রি‌শে স্বাক্ষর ক‌রি‌নি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান নেতারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম মতি এবং মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, জয়নাল আবেদিন, নূরুল ইসলাম, গোলাম রব্বানী প্রমুখ।

অ‌ভিযোগের ব্যাপা‌রে জান‌তে চেয়ে ওসমান গ‌ণি‌র মোবাইল ফোনে কল দেওয়া হয়। কিন্তু সাংবা‌দিক প‌রিচয় শুনে তি‌নি ফোন কে‌টে দেন। এরপর একা‌ধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

ভুরুঙ্গামারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী ‌বলেন, ‘লি‌খিত অ‌ভি‌যোগ এবং ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশনা পে‌লে বিষয়‌টি তদন্ত ক‌রে দেখা হ‌বে।’



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি