X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৪ মাসে কোটি টাকার মাদক উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪৩

উদ্ধার হওয়া গাঁজা (ছবি- প্রতিনিধি)

গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে গত চার মাসে প্রায় এক কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময়ে ৫৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসব অভিযানে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ১ আগস্ট থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ২শ’ ৩৮ পিচ ইয়াবা, ১৪৪ বোতল ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৮ লাখ ৯৫ হাজার ২০০ টাকার ইয়াবা, ৮৬ হাজার ৪০০ টাকার ফেন্সিডিল, ৩০ হাজার টাকার গাঁজা ও ১১ লাখ ৩০ হাজার টাকার হেরোইন রয়েছে। এ হিসাবে গত চার মাসে মোট ৮১ লাখ ৪১ হাজার ৬০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সূত্র আরও জানায়, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদের নির্দেশে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জেলার সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলাসহ সাত উপজেলা শহর ও বিভিন্ন গ্রামাঞ্চলে অভিযান চালান।

সূত্র জানায়, এসব অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তাহের, সোহেল সরকার, রোকোনুজ্জামান ওরফে ইমরান, সাদ মাহমুদ সৈকত ও মিজানুর রহমান ওরফে আর্মি মিজান গ্রেফতার হয়েছে। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু তাহেরের নামে ১৬টি, সোহেল সরকারের নামে ৫টি, রোকোনুজ্জামানের নামে ৪টি, সাদ মাহমুদের নামে ৬টি ও আর্মি মিজানের নামে ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে একেএম মেহেদী হাসান বলেন, ‘জেলাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পুলিশ সদস্যদের আন্তরিকতা ও সবার সমন্বিত প্রচেষ্টায় অভিযান সফল হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।’

গত আগস্ট মাসে একেএম মেহেদী হাসান ডিবির ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চলতি বছরের জুলাই পর্যন্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়