X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
দুই সাংবাদিক আহত, মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

বিজয় দিবস: আ.লীগ-যুবলীগের হাতাহাতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:২৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪০








সারাদেশে বিজয় দিবস উদযাপন করতে গিয়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপ এবং গাইবান্ধার সাদুল্যাপুরে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে হাতাহাতি হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধাদের মধ্যে ও কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্রলীগের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগের দু’গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহাতি নড়াইল: লোহাগড়ায় বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু জানান, মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনিসহ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন ও উপস্থিত আওয়ামী লীগের নেতারা শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং লোহাগড়া পৌর মেয়র উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে শহীদ বেদীর ওপর উঠে শ্রদ্ধাঞ্জলির মালা ভেঙে ফেলে এবং তাদের নেতাকর্মীদের সঙ্গে তর্ক-বির্তক ও ধাক্কাধাক্কি করে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন, ‘আমি দলীয় লোকজন নিয়ে মিছিল সহকারে শ্রদ্ধাঞ্জলির জন্য শহীদ বেদী প্রাঙ্গনে যাই। আমি আশা করেছিলাম সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা জেলা নেতারা আমাদেরকে স্বাগত জানাবে। এসময় আমাদের কিছু মহিলা নেতাকর্মী শহীদ বেদীতে উঠতে গেলে সভাপতির কিছু লোকজন খারাপ ব্যবহার করে। তখন কে বা কারা মারামারি করেছে তা জানি না।’

লোহাগড়া পৌর মেয়র ও যুবলীগ সভাপতি মো. আশরাফুল আলম বলেন, ‘অনিয়মের প্রতিবাদ করেছে আমার সমর্থকরা।’

লোহাগড়া থানার ওসি মো.শফিকুল ইসলাম বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

গাইবান্ধা: সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় এমপি ডা. মো.ইউনুস আলী সরকারের উপস্থিতিতে আওয়ামী লীগ ও যুবলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ডাক বাংলার সামনে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিন চোকদার বলেন, ‘নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরে বক্তব্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন ও তার ভাইসহ অনুসারীরা। এ কারণে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।’
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম রাসেল বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন জামায়াত-শিবিরের দখলে থাকে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়নের ভাই মনিরুল ইসলাম রতন শিবিরের চিহ্নিত ক্যাডার। চার পুলিশ হত্যাসহ নাশকতার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অথচ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এখন তার দখলে থাকে।’
নড়াইলের লোহাগড়ায় হাতাহাতি নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন বলেন, ‘দলীয় কার্যালয়ে আলোচনা চলাকালে নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।’ হাতাহাতির অভিযোগ অস্বীকার করেন তিনি।
সাদুল্যাপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমরান রুবেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে পুলিশ পাহারায় এমপি ইউনুস আলী সরকারকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এছাড়া নলডাঙ্গায় যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।’
সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খাঁন বিপ্লব বলেন, ‘স্থানীয় এমপির উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের এমন হাতাহাতির ঘটনা দুঃখজনক। তবে বিষয়টি নিয়ে দলীয়ভাবে পরবর্তীতে বসা হবে।’

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবস উদযাপনকালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্বে আপ্যায়ন উপ-কমিটিতে নাম না থাকায় মুক্তিযোদ্ধাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। মুক্তিযোদ্ধাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।’

মেলান্দহে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ: হোসেনপুরে বিজয় শোভাযাত্রায় ছাত্রলীগের সশস্ত্র মহড়া চলাকালে ছবি তুলতে গিয়ে ছাত্রলীগের হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার সুলতান মাহমুদ কনিক ও ক্যামেরাপারসন আলম ফয়সাল আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ক্যামেরা ভাঙচুর করে তাদের আটকে রাখা হয়। খবর পেয়ে স্থানীয় নেতাদের সহায়তায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে ক্যামেরা ফেরত দেওয়া হলেও মেমোরি কার্ড ফেরত দেয়নি তারা।
সকাল ৯টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দেয় ছাত্রলীগ। এ সময় পাশের বহুতল ভবনের ছাদ থেকে সেই ছবি ধারণ করতে গেলে ছাদে উঠে হামলা চালায় তারা। ঘটনার পর হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত রিপোর্টার ও ক্যামেরাপারসন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত করে জড়িতদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা বলায় নজরুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। শনিবার এই ঘটনাটি ঘটেছে মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে।
আহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা বরাবরই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযুক্ত হয়ে আসছিল। আমি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সব সময় অভিযোগ দায়ের করে আসছিলাম। উমির উদ্দিন পাইলট স্কুল মাঠ থেকে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে আমি সংসদে আসি। এ সময় আবুল হোসেন, মোহাম্মদ আলী, নাজির হোসেনসহ ১০/১২ জন ভুয়া মুক্তিযোদ্ধা পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমসহ ডান হাতের আঙ্গুল ফেটে যায়।’
মুক্তিযোদ্ধা সংসদের চলতি দায়িত্বরত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামীম আল ইয়ামিন বলেন, ‘হট্টগোলের কথা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’

ফেনী: সোনাগাজীতে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণের সময় শহীদ বেদীতে জুতাসহ ওঠা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা চত্বরের সামনে শহীদ বেদীতে এ ঘটনা ঘটেছে।
এমপি হাজি রহিম উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদবীধারীরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না। তারা গুন্ডা বাহিনী নিয়ে আমার পুষ্পমাল্য অর্পণে বাধা দেয় ও ফুল লণ্ডভণ্ড করে দেয় এবং আমার ওপর হামলা চালায়।’

ফেনীতে হাতাহাতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বতন্ত্র এমপি হাজি রহিম উল্যাহ চিহ্নিত জামায়াত-শিবিরের নেতাকর্মী বেষ্টিত হয়ে দলে-বলে জুতা নিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করতে উঠে পড়ে। এ সময় পৌর মেয়র হিসেবে তাকে জুতা খুলে বেদীতে অনুরোধ করি। কিন্তু তিনি ক্ষমতা দেখিয়ে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বেদীতে পুষ্পমাল্য দেওয়ার চেষ্টা করে। এতে স্বাধীনতার পক্ষে লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে তাড়াতে থাকে।’

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘স্বতন্ত্র এমপি ও আওয়ামী লীগের হাতাহাতির ঘটনায় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আনা পুষ্পমাল্যটি ভেঙে যায়। এতে বিএনপির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা যায়নি।’

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বতন্ত্র এমপি ও পৌর মেয়রের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’  



 



/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি