X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘জনসম্পৃক্ততা আর রাজনৈতিক দায়বদ্ধতার কারণে মহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা’

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৪

এ বি এম মহিউদ্দিন চৌধুরী জনসম্পৃক্ততা আর  রাজনৈতিক কমিটমেন্ট এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গণমানুষের নেতায় পরিণত করেছেন বলে জানিয়েছেন তার একাধিক রাজনৈতিক সহকর্মী। তারা বলেছেন,  রাজনৈতিক জীবনে এবিএম মহিউদ্দিন চৌধুরী কখনও পথভ্রষ্ট হননি। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের জন্য কাজ করে গেছেন। তার হাত ধরেই চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি আজকের অবস্থানে এসেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ,দক্ষিণ জেলা ও উত্তর জেলা আওয়ামী লীগের একাধিক নেতার কাছে এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনৈতিক অবদান সম্পর্কে জানতে চাইলে তারা এসব কথা বলেন।

দীর্ঘদিন এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে রাজনীতি করে আসছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,'রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি যে সব বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ ছিল, তিনি ওইসব কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছিলেন। এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তার শক্ত অবস্থান তৈরি করে। তিনি বিশ্বস্ততার সঙ্গে মানুষের এই ভালোবাসা লালন পালন করেন। যার কারণেই তিনি জন মানুষের নেতাই পরিণত হন। পুরো চট্টগ্রামে দলমত নির্বিশেষে তিনি সবার কাছে জনপ্রিয়তা পান।’

তিনি আরও বলেন,সত্যিকারের জননেতা বলতে যা বুঝায় মহিউদ্দিন চৌধুরী হলেন তার অন্যতম উদাহরণ। তিনি ছিলেন চট্টগ্রামের গণমানুষের নেতা। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি বলে দেয় তিনি কোন স্তরের নেতা ছিলেন।

সুজন আরও বলেন,রাজনৈতিক কমিটমেন্ট  এর ক্ষেত্রেও তিনি কখনও আপস করেননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক নেতা যখন প্রতিবাদ করার সাহস পাননি তখন তিনি প্রতিবাদ করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার চট্টগ্রামে যারা বঙ্গবন্ধুর কর্মী ছিলেন তাদেরকে সংগঠিত করে তিনি  আন্দোলন শুরু করেন। পরে জিয়াউর রহমান সরকার তাকে চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায় আসামি করলে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন। ভারতে থেকে তিনি তখন নিয়মিত যু্বলীগ,  ছাত্রলীগ,শ্রমিক লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন। সেখান থেকেই তাদের সংগঠিত রেখেছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,মহিউদ্দিন চৌধুরীর জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক কমিটমেন্ট (দায়বদ্ধতা) অনেক রাজনৈতিক নেতার জন্য উদাহরণ। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি শুধুমাত্র তার রাজনৈতিক দায়বদ্ধতার কারণে চট্টগ্রামের মুখপত্রে পরিণত হয়েছেন।

তিনি আরও বলেন,'১৯৭৫ সালে তিনি প্রাক্তন ছাত্রনেতা,তখন শ্রমিক লীগের রাজনীতি করেন। বঙ্গবন্ধু হত্যার পর মৌলবী সৈয়দের নেতৃত্বে মহিউদ্দিন ভাইসহ আমরা প্রতিবাদ করেছিলাম। এসময় মৌলবী সৈয়দ এবং উনি শাসক গোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হন। পরবর্তীতে মৌলবী সৈয়দকে হত্যা করা হয়। মহিউদ্দিন ভাই পালিয়ে ভারতে চলে যান। ১৯৭৮ সালে দেশে ফিরে এসে তিনি আবার শ্রমিক লীগকে সংগঠিত করেন। ১৯৮৪ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী বছর তাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এরপর তার হাত ধরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এগিয়ে যায়।

তিনি আরও বলেন,মহিউদ্দিন চৌধুরী সাহসী রাজনীতিবিদ ছিলেন। আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। তার সাহসিকতার কারণে জাতীয় অনেক ইস্যুতে আন্দোলন সংগ্রামে সারা দেশের চেয়ে চট্টগ্রামে এর ব্যাপকতা বেশি থাকতো। তিনি আপসহীন  রাজনীতিবিদ ছিলেন। নিজদল ক্ষমতায় থাকার সময়েও তিনি জনসম্পৃক্ত অনেক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

রাজনীতিতে যোগদান এবং বয়স দুই দিক থেকেই মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,গণমানুষের নেতা বলতে যা বোঝায় তিনি হলেন মহিউদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধ,জিয়া সরকার,এরশাদ বিরোধী সংগ্রাম,সব আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন প্রথম কাতারের সৈনিক। আন্দোলন সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন। তার বাসায় আমরা বৈঠক করতাম। তিনি কোনও কর্মসূচি দিলে আমরা তা বাস্তবায়ন করতে সহযোগিতা করতাম।

তিনি আরও বলেন,তার জীবনটাই ছিল আন্দোলন সংগ্রামের। অসুস্থ থাকার পরও কোন মিছিল মিটিং এ অংশগ্রহণ বাদ দেননি তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!