X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ছুরিকাঘাতে তরুণীকে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৪:২৩

নিহত মুন্নীর মৃত্যুতে তার মায়ের আহাজারি সুনামগঞ্জের দিরাই উপজেলায় ছুরিকাঘাতে এক তরুণীকে হত্যা করেছে বখাটেরা। নিহতের নাম হুমায়রা আক্তার মুন্নী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইয়াহিয়া নামের এক বখাটে এ হত্যাকাণ্ড ঘটায়। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত মুন্নী দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত মুন্নী ওসি জানান, দিরাইয়ের সাকিতপুর গ্রামের বখাটে ইয়াহিয়া প্রায়ই মুন্নিকে প্রেমের প্রস্তাব দিতো এবং স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। এই ঘটনারই জের ধরে শনিবার রাতে ইয়াহিয়ার নেতৃত্বে একদল বখাটে মুন্নীদের মাদানী মহল্লার বাসায় প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মুন্নীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় সে মারা যায়।

হত্যাকারীদের শাস্তি দাবি করেছেন নিহত মুন্নীর মা রাহেলা বেগম। তিনি বলেন, ‘আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করা হোক। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

হত্যাকারী বখাটে ইয়াহিয়া দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল বলেন, ‘মুন্নী একজন মেধাবী ছাত্রী ছিল। সে  পিএসসি ও জেএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। তার এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। মুন্নীর মৃত্যুতে স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।'

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মো. মোস্তফা কামাল।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বরকতউল্লাহ খান ঘটনাস্থল পরির্দশন করেছেন।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা